শেষ পর্যন্ত রিও-তে নামা হচ্ছে না কুস্তিগীর নরসিংহ যাদবের। শুধু তাই নয়, ডোপিং-এর অপরাধে তার ওপর চার বছরের নিষেধাজ্ঞা জারি করল আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থা। এর আগে গত জুন ও জুলাই মাসে দু’বার ডোপিং টেস্টে পজিটিভ ফল হয়েছল নরসিংহের। রিও-তে যাওয়া প্রায় আটকেই গিয়েছিল তার। কিন্তু শেষ মুহূর্তে ভারতের জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নরসিংহ ‘অন্তর্ঘাত’-এর শিকার হয়েছেন বলে সিদ্ধান্তে পৌঁছয়। অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র মেলে তার। কিন্তু এই সিদ্ধান্ত মানতে চায়নি আন্তর্জাতিক সংস্থা। তারা কোর্ট অফ আরবিট্রেশনে মামলা করে। শুক্রবার ভোর রাত অবধি শুনানি চলার পর আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থা বা ওয়াডার সিদ্ধান্তই জয়ী হয়।
ভারতীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভারতীয় কুস্তি ফেডারেশনের একাংশের পক্ষ ছেড়ে খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল, ছাড়পত্র পেয়ে গিয়েছেন নরসিংহ। কিন্তু তা ছিল ভুয়ো খবর। ছাড়পত্র পেলে শুক্রবার সন্ধ্যায় ৭৪কেজি ফ্রিস্টাইল বিভাগে নামতেন এই কুস্তিগীর।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।