রিও থেকে খালি হাতি ফিরতে হয়েছে কুস্তিগির যোগেশ্বর দত্তকে। নকআউটের প্রথম পর্যায় হেরে বিদায় নেন তিনি। তবে চার বছর আগে লন্ডন অলিম্পিক্সে ৬০ কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই ব্রোঞ্জ মেডেল বদলে গেল রুপোয়। লন্ডনে সে বার রাশিয়ার কুস্তিগির বেসিক কুদুখোভ রুপো পেয়েছিলেন। ডোপ টেস্টে পাশ না করায় তাঁর মেডেল কেড়ে নেওয়া হয়েছে। ফলে রুপো এসে গেল যোগেশ্বরের ঝুলিতে। যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
লন্ডন অলিম্পিক্সের এক বছর পর ২০১৩ সালে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান ওই রুশ কুস্তিগির। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দু’ বার অলিম্পিক মেডেলজয়ী কুস্তিগির সে সময় ডোপ টেস্টে ধরা পড়েছিলেন।
ভারতের কুস্তি ফেডারেশনের এক আধিকারিক ‘দি হিন্দুকে’ জানিয়েছেন, তাঁরা এই সিদ্ধান্তটি সম্পর্কে জানেন তবে এখনও এ ব্যপারে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি বা কোনও চিঠি আসেনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে থেকে।
তবে টুইটার পোস্ট করে যোগেশ্বর দত্ত এ খবর নিশ্চিত করছেন।
आज सुबह पता चला की मेरा olympic medal upgrade हो कर Silver medal हो गया है। ये मेडल भी देशवासियों को समर्पित हैं🇮🇳 pic.twitter.com/S6qxNHW9Po
— Yogeshwar Dutt (@DuttYogi) August 30, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।