wriddhiman saha

বেঙ্গালুরু: দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। জয়ে বিশাল অবদান রেখে গেলেন ঋদ্ধিমান। অস্ট্রেলিয়ার স্কোর তখন পাঁচ উইকেটে ১০১। পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ব্যাট করছেন ম্যাথু ওয়েড। জুটিটা দাঁড়িয়ে গেলে হয়তো টেস্টটা জিতে যেত অস্ট্রেলিয়া। কিন্তু ঋদ্ধি তা হতে দিলেন না। অশ্বিনের বলে ওয়েডের ব্যাট-প্যাড ছুঁয়ে উঠে গেল বল। ঋদ্ধি ছুটলেন ফরওয়ার্ড শর্ট লেগের দিকে। ঝাঁপিয়ে পড়ে ধরে নিলেন ক্যাচটা। ফের একবার ‘সুপারম্যান’-এর কীর্তি করলেন ঋদ্ধিমান। দেখুন সেই ভিডিও।    

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here