
আলিবাবা এলো চল্লিশ চোর/বেয়াল্লিশের বখরায়/হাতিঘোড়া নয় শুধু গোরুচোর/দিনে রাতে নানা নখড়ায়।
ফুলে ভুল নেই গন্ধেও সেই/গুলিয়ে ফেলতে বাধ্য/যে দিকে আখের আছি সে দিকেই/এড়াবে কে, কার সাধ্য?
পরী গেল উড়ে ‘পরিবর্তন’/ভোট কুড়োনোর মন্ত্র/হনুমান নাকি হরিকীর্তন/এই হল গণতন্ত্র!
পরিবার যার সেই জেরবার/তালাক, চালাক, সাধু/হাওয়াই বেলুন ফেঁসেছে এ বার/পাকিস্তানের জাদু!
বাংলার আল ভরেছে কাঙাল/নেশা ভরা চোখ, ঘুমঘোর/দান অনুদান সামাল সামাল/ভোট লুঠ, যার যত জোর!
তিনি বললেন সিন্ডিকেটের/পিণ্ডি চটকে দেব/ক্ষমতায় এলে জগৎশেঠের/মাসতুতো শালা হেবো।
ছেলে ছোকরার দল চেনে/সেই মেরুকরণের ঝান্ডা/” ভেঙে দেব মেরুদণ্ড না জেনে/পা বাড়ালে কোনও পাণ্ডা! ”
মন্দার তোপে মন্দারমণি/রং বদলের অঙ্ক/স্বার্থ, আর্ত, ঈশানে অশনি/কবি যে বাজায় শঙ্খ!
আরও পড়ুন রবিবারের পড়া: এক বেলার ভ্রমণ, নন্দন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।