ওয়েবডেস্ক: সাড়ে ছ’শো স্টার্ট-আপকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গুগল ইন্ডিয়া। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া এমনই ঘোষণা করলেন কর্তৃপক্ষ।
এ দিন গুগল ইন্ডিয়া জানায়, দেশের সাড়ে ছ’শো স্টার্ট-আপ বা নতুন ধারণা নিয়ে ব্যবসায়িক উদ্যোগকে সহায়তা করেছে সংস্থা। সংস্থার স্টার্ট-আপ-ফোকাসড প্রোগ্রামের অধীনেই স্টার্ট-আপগুলির কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে গুগল।
ইতিমধ্যেই মুম্বই-ভিত্তিক এআই স্টার্ট-আপ ওয়াধবানিকে প্রচারের আলোয় নিয়ে এসেছে গুগল। ওই স্টার্ট-আপের তৈরি একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকরা প্রভূত পরিমাণে উপকৃত হবেন বলে মনে করে সংস্থা। ওই মোবাইল অ্যাপ দিয়ে কৃষকেরা খুব সহজেই তুলো চাষে ব্যাঘাত সৃষ্টিকারী কীটগুলিকে চিহ্নিত করতে পারবেন। শুধু মাত্র কীটের ছবি তুলে ওই মোবাইল অ্যাপে ফেললেই সেগুলির বিশদ বিবরণ সংগ্রহ করতে পারবেন কৃষকেরা।

এই বিশেষ মোবাইল অ্যাপটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হিসাবেই কাজ করছে। এই একই ধরনের সুবিধা সম্বলিত অ্যাপ নিয়ে এসেছে গুগল ইন্ডিয়া। যার পোশাকি নাম ‘ইন্টারনেট সাথী’। লঞ্চপ্যাড এক্সিলারেটর-এর মাধ্যমে গুগল ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।