রান্না করা থেকে পোষ্যদের দেখভাল, ঘর পরিষ্কার করা। মোদ্দা কথা, ঘরকন্নার হরেক কাজেই দক্ষ। পাশাপাশি, বাস্কেটবল খেলাতেও পারদর্শী। এমনকি মার্শাল আর্ট কুংফুর ম্যারপ্যাচেও অনায়াসে প্রতিপক্ষকে করতে পারে ঘায়েল। এ হেন সবদিকে দক্ষ, দুহাত সমান চলা রোবট অ্যাসিসট্যান্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন চিনা বিজ্ঞানীরা।
চিনের স্টারডাস্ট নামের এক সংস্থা ‘আস্ট্রিবট এস১’ (Astribot S1) নামক রোবট অ্যাসিসট্যান্ট তৈরি করেছে। এই হিউমানয়েড রোবট সবরকম কাজে দক্ষ। সব কাজ নিখুঁত ভাবে করতে পারে। চাকা লাগানো বেসের ওপর মানুষের দেহের উপরিভাগের মতো দেখতে রোবটের অংশ লাগানো রয়েছে।
প্রথম টেকনিক্যাল ডেমনস্ট্রেশনে রোবটটি সফল ভাবে জামাকাপড় ভাঁজ করা, জিনিসপত্র গুছোনো, রান্না করা, ধুলোময়লা পরিষ্কার করা, কাপ প্লেট গুছোনোর কাজ দক্ষ ভাবে করতে পেরেছে। ভিডিওতে দেখা যায় রোবট কাপে চা ঢেলে পরিবেশন করছে। রোবট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। কুংফু ও বাস্কেটবল খেলাতেও সমান ভাবে দক্ষ। রোবটের মধ্যে আছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও অত্যাধুনিক হার্ডওয়্যার।
এ বছরের শেষের দিকে চিনা সংস্থা বাণিজ্যিক ভাবে রোবট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন
জাল বুনছে জালিয়াতরা, ফোনে স্প্যাম কল আটকাতে কী করবেন