airtel
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: ১৬৯৯ টাকার প্ল্যানে পরিবর্তন আনল এয়ারটেল। এই প্রিপেড প্ল্যানে ৪০% ডেটা বাড়িয়ে দিল এয়ারটেল।

আগে এই প্ল্যানে দিনে এক জিবি করে ডেটা পাওয়া যেত। এখন সেই পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১.৪ জিবি ডেটা দিনে। সঙ্গে অবশ্যই রয়েছে সীমাহীন কল করার সুবিধে। কল করা যাবে লোকাল, রোমিং এবং এসটিডিও। রয়েছে দিনে ১০০টি এসএমএস বিনামূল্যে।

আরও পড়ুন – কত সহজে ডাউনলোড করা যায় পিএফ পাসবই?

বলে রাখা ভালো, ১৬৯৯ টাকার এই প্রিপেড প্ল্যানটি ৩৬৫ দিনের। জানুয়ারি মাসেই প্রথম এই প্ল্যান বাজারে এনেছিল সংস্থাটি। তখন থেকেই এর মেয়াদ ৩৬৫ দিনেরই।

কল, এসএমএস, ডেটার সুবিধা ছাড়া এতে রয়েছে, এয়ারটেল টিভি প্রিমিয়াম, জি৫ এবং হুক সাবস্ক্রিপশন বিনামূল্যে করার সুযোগও। এয়ারটেল টিভিতে রয়েছে ৩৫০টির বেশি লাইভ চ্যানেল।

বর্তমানে ৩৯৯ টাকা, ৪৪৮ টাকা, ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ৪০০ এমবি ডেটা দিচ্ছে এয়ারটেল। এই সব ক’টি প্ল্যানই ৮৪ দিনের।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here