mobile

ওয়েবডেস্ক : দু’টি পোস্টপেড প্ল্যানে পরিবর্তন আনল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। পরিবর্তন এল ডেটার পরিমাণে। দেখে নেওয়া যাক বিস্তারিত-

৫২৫ টাকার প্ল্যান – এই প্ল্যানে রয়েছে প্রতি মাসে ৪০ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধে। সঙ্গে সীমাহীন ভয়েস কল। ১০০ এসএমএস দিনে। আরও আছে বিনামূল্যে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ এক বছরের জন্যে। আগে ছিল ১৫ জিবি ডেটা মাসে, এখন সেই পরিমাণ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন – দেখে আসুন নানা বিরল সামগ্রীর প্রদর্শনী সাবর্ণ সংগ্রহশালার ১৪তম ইতিহাস উৎসবে

৭২৫ টাকার প্ল্যান – ৭২৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০ জিবি ডেটা প্রতি মাসে। কোনো রকম বাধা ছাড়াই সীমাহীন ভয়েস কলিং। সঙ্গে রয়েছে ১০০ এসএমএস প্রতি দিন করার সুযোগ। এটিতেও রয়েছে বিনামূল্যে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ এক বছরের জন্যে।

বলে রাখা ভালো, এই দু’টি প্ল্যানের কোনোটিই বেঁচে যাওয়া ডেটা পরে মাসে যোগ করবে না।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন