Home প্রযুক্তি অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

0

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু মানুষ এখন ডিজিটাল অনলাইন পেমেন্ট করার জন্য ইউপিআই ব্যবহারে অভ্যস্ত। এ বার থেকে ইউপিআই সার্কেল ফিচারের মাধ্যমে একই পরিবারের বিভিন্ন সদস্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না করে সংযুক্ত সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

ইউপিআই পরিষেবা আরও অনেকের কাছে একসঙ্গে পৌঁছে দিতে ইউপিআই সার্কেল ফিচার তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। ইউপিআই সার্কেল ফিচারের মাধ্যমে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া একটি সিঙ্গল শেয়ারড অ্যাকাউন্ট ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন একই পরিবারের বিভিন্ন সদস্য।

ভিম-ইউপিআই অ্যাপের সাহায্যে কী ভাবে ইউপিআই সার্কেল ফিচার চালু করবেন

(১) ভিম-ইউপিআই মোবাইল অ্যাপ চালু করুন। ইউপিআই সার্কেল ফিচার চালু করুন।

(২) ইউপিআই সার্কেল ফিচার অপশনে ক্লিক করুন। অ্যাড ফ্যামিলি অ্যান্ড ফ্রেনডস অপশন বেছে নিন। পরিবারের বিভিন্ন সদস্যকে একে একে যোগ করুন। কিউআর কোড স্ক্যান করে বা ইউপিআই নম্বর দিয়ে সদস্যদের যোগ করুন।

(৩) ইউপিআই আইডি নম্বর দেওয়ার পর অ্যাড টু মাই ইউপিআই সার্কেল ফিচারে ক্লিক করুন। যাঁদের নাম সার্কেলের তালিকায় যোগ করতে চান তাঁদের নম্বর ফোনের কনট্যাক্ট তালিকা থেকে বেছে নিন।

(৪) অ্যাকসেস টাইপ বেছে নিন। লেনদেনের জন্য নির্দিষ্ট লিমিট বেছে নিতে ‘স্পেন্ড উইথ লিমিটস’ অপশনে ক্লিক করুন। প্রত্যেক লেনদেনের সময় অনুমতি দিতে ‘অ্যাপ্রোভ এভরি পেমেন্ট’ অপশন বেছে নিন।

(৫) ইউপিআই পিন কনফার্ম করে সেকেন্ডারি ইউজারদের জন্য বেছে নিন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version