নেটিজেনদের কাছে আরও বেশি করে জনপ্রিয়তা লাভের লক্ষ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নয়া ফিচার যোগ হয়েছে৷ এ বার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সহজেই লোকেশন শেয়ার থেকে শুরু করে চ্যাট বক্সের নাম পরিবর্তন, সরাসরি মেসেজ করার সুবিধা পাবেন৷ পাশাপাশি, যোগ হয়েছে একাধিক নতুন স্টিকারও৷ মেসেজ বক্সেও লাইভ লোকেশন ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা৷
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চ্যাট করার সময় নতুন ১৭টি স্টিকার প্যাক পাবেন৷ যার মধ্যে রয়েছে ৩০০টিরও বেশি স্টিকার৷ এ ছাড়াও ব্যবহারকারীরা তাঁদের পছন্দের স্টিকার ‘ফেভারিট’-এ যোগ করতে পারেন। এমনকি, হোয়াটঅ্যাপের মতো বন্ধুদের ছবির কাটআউট ব্যবহার করে তৈরি করা যাবে স্টিকারগুলি৷ সেগুলি ফের ব্যবহার করাও সম্ভব।
এ ছাড়াও, ব্যবহারকারীরা চ্যাটবক্সে সহজেই বন্ধুকে যে নামে ডাকেন সেটি যোগ করতে পারবেন৷ এই ডাকনাম শুধু ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রেই দেখা যাবে৷ গ্রুপ চ্যাট বা সর্বজনীন ইনস্টাগ্রাম প্রোফাইলগুলিতে দেখা যাবে না। চ্যাটের মধ্যে ফোন নম্বর আপডেট করা যাবে৷ ফলোয়ার ও ফলোয়িং লিস্টে থাকা ব্যক্তিরাই শুধুমাত্র ফোন নম্বর দেখতে পারবেন।