গন্তব্য চেনা হলে তো কথাই নেই, অচেনা হলেও অসুবিধা নেই। অচেনা রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে গুগল ম্যাপস। লোকেশন অন করে খুব সহজেই অচেনা গন্তব্যে পৌঁছে যাওয়ার বিষয়টি সহজ করে তুলেছে গুগলের এই অ্যাপ্লিকেশনটি।
তবে এই অ্যাপ্লিকেশনটির পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগও উঠেছে। গুগল ম্যাপসের বিরুদ্ধে প্রধান অভিযোগ, এই অ্যাপ গাড়িকে অনেক সময়েই জটিল রাস্তায় নিয়ে চলে যায় যেখানে গাড়ি চালানো কঠিন। বিশেষ করে চার চাকার গাড়ি অ্যাপ দেখে সরু রাস্তায় ঢুকে পড়লে সমস্যায় পড়ে যান চালকরা। গুগল এই সমস্যাটির সমাধানের লক্ষ্যে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্য নেবে। রাস্তা চওড়া কি সরু বলে দেবে এআই প্রযুক্তি।
এ ছাড়াও সাম্প্রতিককালে ওলা ম্যাপস চালু হওয়ায় ব্যবসায়িক প্রতিযোগিতার মুখে পড়েছে গুগল ম্যাপস। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে তাই ভারতের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপস-এ বেশ কয়েকটি নতুন ফিচার অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে গুগল।
রাস্তা চেনাতে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাধারণ রাস্তা ও ফ্লাইওভার আলাদা করে চিহ্নিত করবে গুগল ম্যাপস। গুগল ম্যাপস এখন দেশের ৪০টি শহরে প্রস্তাবিত রুট বরাবর ফ্লাইওভার দেখাবে। গুগল ম্যাপসে বর্তমানে দেশে অবস্থিত ৮ হাজারেরও বেশি চার্জিং স্টেশনের ডেটা অন্তর্ভুক্ত করা হয়েছে।
গুগল ম্যাপস বর্তমানে ব্যবহারকারীদের চার্জারের ধরন অনুসারে রুট ফিল্টার করারও সুবিধাও দেবে। এ ছাড়াও রিয়েল টাইম আপডেটের সুবিধাও পাওয়া যাবে। বৈদ্যুতিক গাড়ির বাড়তে থাকা ব্যবহারের উপর লক্ষ্য রেখে এই সুবিধা চালু করা হয়েছে। এ ছাড়াও ট্রাফিক-সমস্যা রিপোর্ট করারও সুবিধা মিলবে। এর ফলে যানজট এড়ানো যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোতে এই সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন
চিকিৎসকদের চেয়েও ভালো ভাবে প্রস্টেট ক্যানসার চিহ্নিত করল এআই প্রযুক্তি