অত্যাধুনিক এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এখন আমজনতার জীবনের রোজনামচার অঙ্গ হয়ে উঠেছে। সর্বক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এবার ক্রিস্টিনা আর্নস্ট নামে গুগলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাক লাগিয়ে দিলেন। ক্রিস্টিনা বিশ্বের প্রথম এআই পোশাক তৈরি করেছেন। নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি।
গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রিস্টিনা আর্নস্ট SheBuildsRobots.org নামে অনলাইনে একটি প্ল্যাটফর্ম চালান। ছাত্রী ও বিভিন্ন বয়সের মহিলাদের রোবট তৈরি করতে ও রোবটের বিষয় নানা কিছু অনলাইনে শেখান ক্রিস্টিনা। অনলাইনে সেই প্ল্যাটফর্মেই নিজের তৈরি প্রথম এআই পোশাক প্রকাশ করেছেন গুগলের ওই ইঞ্জিনিয়ার।
রোবোটিক এআই প্রযুক্তিনির্ভর পোশাকের নাম ক্রিস্টিনা দিয়েছেন ‘Medusa Dress’। কালো রঙের পোশাকে কোমরে রয়েছে ৩টি সোনালি রঙের সাপ। একটা সাপ রয়েছে গলার দিকে। ক্রিস্টিনাকে ক্লিপে বলতে শোনা যায়, অপশনাল মোডে কোড দেওয়া আছে যার মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের মুখকে চিহ্নিত করা সম্ভব। এআই প্রযুক্তির সাহায্যে সাপেদের মুখ উল্টোদিকের ব্যক্তির দিকে ঘুরে যাবে।
কী ভাবছেন সর্পরানি মেডুসার মতো আপনিও পরবেন নাকি এমন অভিনব পোশাক?
আরও পড়ুন
দুর্ঘটনা এড়াতে এআই প্রযুক্তিযুক্ত ক্যামেরা ব্যবহার করবে ভারতীয় রেল, জানালেন রেল বোর্ডের সিইও