jio
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: জিও-র প্রাইম মেম্বারশিপের নবীকরণের সময় এসে গিয়েছে। আর জিও-র সকল গ্রাহককে বিনামূল্যে নবীকরণ করিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে সংস্থা। নবীকরণের পর গ্রাহকদের একই সুযোগ সুবিধা বজায় থাকবে।

কী ভাবে করবেন এই নবীকরণ –

এর জন্য গ্রাহকদের কিছুই করতে হচ্ছে না। সংস্থার পক্ষ থেকেই সমস্তটা করে দেওয়া হচ্ছে।

তবে আপনি যদি যাচাই করে দেখতে চান আপনার নম্বরটিও প্রাইম মেম্বারশিপে নবীকরণ করা হয়েছে কি না, তা হলে কয়েকটি ধাপে তা দেখতে হবে।

আরও পড়ুন – প্রিয় তারকা আর তাঁদের মায়েরা! দেখুন ছবিতে

১) নিজের মোবাইলে মাই জিও অ্যাপ ওপেন করতে হবে।

২) সেখানে দেখা যাবে ‘মাই প্ল্যানস’ অপশন।

৩) এখানে সব ক’টি প্ল্যান দেখা যাবে।

৪) দেখা যাবে ‘জিও প্রাইম মেম্বারশিপ’ লেখাটি।

৫) এর পরেই দেখা যাবে জিও প্রাইম মেম্বারশিপ ইতিমধ্যেই নবীকরণ করা হয়ে গিয়েছে এবং তা আগামী এক বছর ব্যবহার করা যাবে বলে লেখা আছে।

এর মানেই নবীকরণ সম্পূর্ণ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here