প্রযুক্তি
অনলাইনে কত কম সময়ে ভোটার তালিকায় নিজের নাম দেখে নেওয়া যায়!
খুবই কম সময়ে ভোটার তালিকায় নিজের নাম সহজেই দেখে নেওয়া যায়।


ওয়েবডেস্ক: ভোটার তালিকায় নিজের নাম উঠেছে কি না, অথবা তালিকায় নিজের নামের অবস্থানের খুঁটিনাটি জেনে নেওয়ার বন্দোবস্থ রয়েছে ন্যাশনাল ভোটার’স সার্ভিস পোর্টালে।
www.nvsp.in ওয়েবসাইটের মাধ্যমেই ভোটার তালিকায় নিজের নাম সহজেই দেখে নেওয়া যায়।
পোর্টালে প্রবেশ করার পরই যে পাতাটি খুলবে, সেখানে রয়েছে ‘সার্চ ইন ইলেকটোরাল রোল’ অপশন। আতসকাচের ছবি সম্বলিত এই অপশনে ক্লিক করতে হবে।

নতুন একটি পাতা (পেজ) খুলে যাবে। এর পর বিস্তারিত বিবরণে চোখ বুলিয়ে নিয়ে ‘কন্টিনিউ’ করতে হবে।
দুই ভাবে নিজের নাম খোঁজা যায়। একটি বিশদ বিবরণের মাধ্যমে। যেমন নাম, পিতা অথবা স্বামীর নাম, জন্মতারিখ, লিঙ্গ এবং ঠিকানার মাধ্যমে। অন্যটি এপিক নম্বরের মাধ্যমে। যেটা পছন্দ সেখানে ক্লিক করে বিবরণ দিতে হবে।

বিবরণ দেওয়ার পর ডান দিকে প্রায় নীচের দিকে থাকা ‘ক্যাপচা টেক্সট’ পূরণ করতে হবে।
নীচে থাকা ‘সার্চ’ অপশনে ক্লিক করলেই তালিকায় নিজের নাম ভেসে উঠবে।
আরও পড়তে পারেন: ভোটার তালিকায় নাম আছে তো? এসএমএস করেই জেনে নিতে পারেন
প্রযুক্তি
বাড়ির কাছাকাছি রেশন দোকান কোনটা, খুব সহজেই জেনে নিতে পারেন ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ থেকে
যাঁরা বাড়ি বদল করেছেন, তাঁরা খুব সহজেই নিজের নতুন ঠিকানার কাছাকাছি রেশন দোকানের অবস্থান জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।


খবর অনলাইন ডেস্ক: বাড়ি বদল করলে প্রাথমিক ভাবে নতুন ঠিকানার কাছাকাছি ঠিক কোন রেশন দোকান রয়েছে, সেটা খুঁজে বের করাও বেশ ঝক্কির ব্যাপারা। সেই কাজ এ বার সহজ করে দিচ্ছে ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ। শুধু তাই নয়, অতীতে আপনি কতটা রেশন নিয়েছেন, তার উত্তরও মিলবে। কিংবা রেশন দোকান সম্পর্কে কোনো অভিযোগ থাকলে ঘরে বসেই তা জানাতে পারেন এই মোবাইল অ্যাপের মাধ্যমে।
গত মার্চ মাসে ভারত সরকার ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ (Mera Ration mobile app) চালু করার পর এই কাজগুলো অনেকটাই সহজ হয়েছে। চালু করার পর থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রায় ৫ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করছেন এবং এর ফিচারগুলির সুবিধা নিচ্ছেন।
কোথায় পাওয়া যাবে ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ
কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য ‘মেরা রেশন’ নামে এই মোবাইল অ্যাপটি চালু করেছে। যার মধ্যে কার্ডধারক নিজের বাড়ির কাছাকাছি রেশন দোকানের অবস্থান জেনে নেওয়ার পাশাপাশি রেশন কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাচ্ছেন।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য ‘মেরা রেশন’ মোবাইল চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
কী ভাবে সুবিধা পাওয়া যাবে
যাঁরা বাড়ি বদল করেছেন, তাঁরা খুব সহজেই নিজের নতুন ঠিকানার কাছাকাছি রেশন দোকানের অবস্থান জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রার করার পর মানচিত্রের সাহায্যে নিকটবর্তী রেশন দোকান খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া সেখানে কোন কোনো দ্রব্য পাওয়া যাচ্ছে, সেটাও জানা যাবে।
এই অ্যাপটি হিন্দি এবং ইংরাজি-উভয় ভাষাতেই রয়েছে। অ্যাপ থেকে যেমন পরামর্শ পাওয়া যাবে, তেমনই আপনিও প্রতিক্রিয়া জানাতে পারবেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতায় রেশন পাচ্ছেন ৬৯ কোটি মানুষ। ‘ওয়ান নেশন ওয়ান ওয়ান রেশন কার্ড’-এর উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতেই এই মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
আরও পড়তে পারেন: হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল এবং আলাপচারিতা গোপন রাখতে এই আশ্চর্যজনক ৫টি কৌশল অনুসরণ করুন
প্রযুক্তি
কোভিড টিকাকরণ অভিযানে গতি আনতে সদর দফতরের একাংশ ছেড়ে দিচ্ছে Facebook
সদর দফতরের একাংশকে কোভিড টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত করছে ফেসবুক।


খবর অনলাইন ডেস্ক: টিকাকরণ অভিযানের গতি বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সদর দফতরের একাংশকে কোভিড টিকাকরণ কেন্দ্রে (Covid vaccination site) রূপান্তরিত করছে বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুক (Facebook)।
শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে (Menlo Park) সংস্থার সদর দফতরের একটি অংশে টিকাকরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে।
ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ একটি পোস্টে লিখেছেন, এই উদ্যোগে সংস্থা জোট বেঁধেছে রেভেনসউড ফ্যামিলি হেলথ সেন্টারের (Ravenswood Family Health Centre) সঙ্গে।
স্যান্ডবার্গ লিখেছেন, “আমরা ক্যালিফোর্নিয়া প্রদেশ প্রশাসন এবং স্থানীয় অলাভজনক সংস্থাগুলির সঙ্গে প্রদেশের চারটি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভ্রাম্যমাণ টিকা দেওয়ার ক্লিনিকগুলিকে সহযোগিতা করার জন্য দল তৈরি করেছি”।
এ বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়া সংস্থা মার্কিন নাগরিকদের সুবিধায় কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য একটি বিশেষ ‘টুল’ চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। সংস্থার ফোটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামেও কোভিড-১৯ সম্পর্কিত তথ্য যুক্ত করা হয়েছে।
একই সঙ্গে কোভিড-১৯ টিকার সুরক্ষা সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও চলছে সমান তালে। অনুমোদনের আগে ভ্যাকসিনগুলির সুরক্ষা এবং কার্যকারিতা সম্পর্কেও ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রতিবেদন তুলে ধরেছে সংস্থা।
আরও পড়তে পারেন: দিল্লিতে কোনো লকডাউন নয়, শীঘ্রই নতুন বিধিনিষেধ কার্যকর হবে: অরবিন্দ কেজরিওয়াল
প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল এবং আলাপচারিতা গোপন রাখতে এই আশ্চর্যজনক ৫টি কৌশল অনুসরণ করুন
নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফোটোটি গোপন রাখতে চাইলে রয়েছে ফিচার। শুধু তাই নয়, নিজের আলাপচারিতাও গোপন করতে পারবেন। দেখে নেওয়া যাক, তেমনই পাঁচটি ফিচার।


খবর অনলাইন ডেস্ক: এখন আমরা বহুবিধ উদ্দেশে হোয়াটসঅ্যাপ (whatsapp) ব্যবহার করে থাকি। কারও সঙ্গে চ্যাট করতে বা ফোটো এবং ভিডিও শেয়ার করতে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। ভয়েস কল থেকে ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ সবকিছুই সহজ করে তুলেছে। হোয়াটসঅ্যাপ নিজের ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অনেকগুলি ফিচার আপডেট করে চলেছে।
এমন পরিস্থিতিতে যদি আপনি নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফোটোটি গোপন রাখতে চান, সেই ফিচারও পাবেন। শুধু তাই নয়, নিজের আলাপচারিতাও গোপন করতে পারবেন। দেখে নেওয়া যাক, তেমনই পাঁচটি ফিচার।
১. প্রোফাইল পিকচার হাইড করা
অনেকই নিজের প্রোফাইল ফোটো অন্যকে দেখাতে চান না। হোয়াটসঅ্যাপ আপনাকে এমন একটি বিশেষ ফিচার দেয় যা অন্যের কাছ থেকে নিজের ফোটোটি আড়াল করতে পারেন বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি দেখাতে পারেন। এর জন্য, আপনি অ্যাকাউন্ট সেটিংসে যান এবং প্রাইভেসি অপশনটি খুলুন। এখন প্রোফাইল ফোটো অপশনে যান এবং ‘নোবডি’ ক্লিক করুন। এটি করার পরে, আপনার প্রোফাইল ছবিটি আপনার কন্ট্যাক্টে থাকা ব্যক্তিরা দেখতে পাবেন না।
২. সাম্প্রতিক ইমোজিগুলি কী ভাবে সরাবেন
আপনি যখন কারও সঙ্গে ব্যক্তিগত চ্যাট করেন এবং মুছে দেন, তার পরেও আপনার সাবধান হওয়া দরকার। কারণ আপনার চ্যাটে ব্যবহৃত ইমোজিগুলি আপনার হোয়াটসঅ্যাপের রিসেন্ট ইমোজিতে পাওয়া যাবে। সর্বাধিক ব্যবহৃত ইমোজি আপনার হোয়াটসঅ্যাপ ইমোজিগুলি শীর্ষে থাকবে। আপনি যদি এগুলি সরাতে চান তবে আপনি যে কোনো পরিচিতি চ্যাটে যেতে পারেন এবং অন্য কোনো ইমোজি নির্বাচন করতে পারেন। এর পরে সেগুলিকে চ্যাটবক্স থেকে মুছুন। এই পদ্ধতি আপনার পুরনো ইমোজি সরিয়ে দেবে এবং আপনার নতুন নির্বাচিত ইমোজিগুলি দেখাতে শুরু করবে।
৩. গ্রুপ অ্যাডমিন কী ভাবে পরিবর্তন করবেন
আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনের উপর সন্তুষ্ট না হন তবে আপনি সেটা সরিয়েও নিতে পারেন। আপনি যদি চান, আপনি গ্রুপ থেকে এই ধরনের ব্যক্তিকেও সরাতে পারেন। এটি করতে, আপনাকে গ্রুপ ইনফো অপশনে যেতে হবে এবং কিছুক্ষণের জন্য ব্যক্তির নাম টিপতে হবে। এখানে অ্যাডমিন হিসাবে অপসারণের অপশন পাওয়া যাবে। আপনি সেই ব্যক্তিকে গ্রুপ থেকে সরাতে পারেন।
৪. সব থেকে বেশি চ্যাট কার সঙ্গে করেছেন
আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে সব থেকে বেশি চ্যাট করেন, সেটাও জানতে পারেন। এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে এবং ডেটাতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে স্টোরেজ ইউজে ক্লিক করতে হবে। এখানে আপনি সমস্ত পরিচিতি এবং গ্রুপের একটি র্যাঙ্কিং দেখতে পাবেন। এখানে চ্যাট করা থেকে শেয়ার করে নেওয়া মিডিয়া ফাইলগুলির সমস্ত তথ্য থাকবে।
৫. হোয়াটসঅ্যাপ পেমেন্টস
আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করতেও পারবেন। হোয়াটসঅ্যাপ আইসিআইসিআই, এসবিআই এবং এইচডিএফসি ছাড়া অন্য ব্যাঙ্কগুলির মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা দেয়। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে হোয়াটসঅ্যাপের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে জালিয়াতি থেকে সাবধান হওয়া দরকার।
আরও পড়তে পারেন: Instagram photo কী ভাবে ফোন গ্যালারিতে সেভ করবেন, সহজ পদ্ধতি জানুন
-
রাজ্য20 hours ago
Bengal Polls Live: পৌনে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৮.৩৬ শতাংশ
-
শিক্ষা ও কেরিয়ার1 day ago
ICSE And ISC Exams: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল আইসিএসই বোর্ড
-
ক্রিকেট1 day ago
IPL 2021: দীপক চাহরের বিধ্বংসী বোলিং, চেন্নাইয়ের সামনে মুখ থুবড়ে পড়ল পঞ্জাব
-
মুর্শিদাবাদ1 day ago
Coronavirus Second Wave: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্যের আরও এক প্রার্থী