আজ গোটা বিশ্বে সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৭৮ কোটি। বার্তা, ভিডিও, ছবি খুব সহজে শেয়ার করার জন্য এই মাধ্যম ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাহকদের ব্যক্তিগোপনীয়তা রক্ষা করার জন্য নানান রকম প্রাইভেসি ফিচার হোয়াটসঅ্যাপ প্লাটফর্মে চালু করেছে মেটা কর্তৃপক্ষ।
নয়া আরও একটি ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার নিজের ফোন নম্বর শেয়ার না করেই হোয়াটসঅ্যাপে অন্যদের সঙ্গে আপনি সংযুক্ত হতে পারবেন। অন্যরাও আপনার সঙ্গে প্রোফাইলে থাকা কিউআর কোড স্ক্যান করে যোগাযোগ করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করলেই একে অপরের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যোগাযোগ করা যাবে নম্বর শেয়ার না করেই।
কীভাবে এটা করা যাবে
১) নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২) একদম ডান দিকে ওপরে ৩টে ডট এরিয়ায় ক্লিক করুন।
৩) সেটিংসে গিয়ে ক্লিক করুন। নিজের নামের ডান দিকে কিউআর কোড স্ক্যান করুন।
৪) নিজের প্রোফাইল শেয়ার করতে চাইলে একেবারে ডানদিকে ওপরে শেয়ার অপশনে ক্লিক করুন।
৫) এভাবেই অন্যদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল স্ক্যান করতে চাইলে স্ক্যান কোড অপশন ট্যাপ করুন।
আরও পড়ুন
দু’ বছর আগে সমুদ্রে হারিয়ে যাওয়া অ্যাপলের স্মার্টওয়াচ ফিরে পাওয়া গেল সচল অবস্থায়