ওয়েবডেস্ক: আপনি যদি আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন এখনও সেটি হাতে না পেয়ে থাকনে, তা হলে অনলাইনে সহজেই তা ডাউনলোড করে নিতে পারেন। ইউআইডিএআইয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে এটির একটি পিডিএফ ডাউনলোড করা সম্ভব।
কী ভাবে অনলাইনে আধার ডাউনলোড করা যায়, দেখে নিন ধাপে ধাপে:
১. ইউআইডিএআইয়ের ওয়েবসাইট : www.uidai.gov.in-এ যান।
২. সেখানে মাই আধার ট্যাবে ডাউনলোড আধার অপশনটিতে ক্লিক করুন।

৩. অ্যাকনলেজমেন্ট স্লিপের মধ্যে উল্লেখিত ২৮ ডিজিটের এনরোলমেন্ট আইডি অথবা ১২ ডিজিটের আধার নম্বর দিন। অথবা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি এবং ক্য়াপচা কোড দিন। আপনি যদি নিজের আধার নম্বরটির পূর্ণ সংখ্যাগুলি দেখাতে না চান তবে “মাস্কড আধার” বিকল্পটি নির্বাচন করুন।

৪. সেন্ড ওটিপি-তে ক্লিক করুন। এই ওটিপি ১০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকে।
৫. ওটিপি পাওয়ার পর তা টাইপ করুন। একটি সার্ভে করা হয় সংস্থার তরফে। এর পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই আধার ডাউনলোড হয়ে যাবে।


৬. ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড সুরক্ষিত। ফাইলের পাসওয়ার্ড হল আধার কার্ডে উল্লিখিত আপনার নামের প্রথম চারটি অক্ষর যা আপনাকে বড়ো হাতের অক্ষরে এবং ‘ওয়াইওয়াইওয়াই’ ফর্ম্যাটে আপনার জন্মের বছরটি দিতে হবে।
উদাহরণস্বরূপ, যদি আপনার নাম রত্না হয় এবং আপনি যদি ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন তবে আপনার পাসওয়ার্ডটি হবে বড়ো হাতের ‘আরএটিএন১৯৯০’।
Sir please translate this page into English language
Hi
To sir please service