স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে আমাদের সাধের স্মার্টফোনও। তাই বিভিন্ন রকমের ম্যালওয়্যার, ভাইরাসের হামলার শিকার হয় স্মার্টফোন। ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে চলে যেতে পারে হ্যাকারদের হাতে। ভাইরাসের কারণে ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য নষ্টও হয়ে যায়।
কী ভাবে বুঝবেন স্মার্টফোনে ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকেছে
(১) ভাইরাসের কারণে ফোন খুব স্লো বা ধীরগতির হয়ে যায়। ফোনের কাজ আটকে আটকে যায়।
(২) স্মার্টফোনের চার্জ ঠিকমতো হলেও ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ব্যাটারি অস্বাভাবিক তাড়াতাড়ি ফুরিয়ে গেলে বুঝতে হবে ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে সক্রিয় রয়েছে।
(৩) ফোন চালালেই অবাঞ্ছিত পপ আপ মেসেজ ও অ্যাড বা বিজ্ঞাপন আসতে থাকে।
(৪) আপনি কম ফোনের ডেটা খরচ করছেন তা-ও তাড়াতাড়ি বেশি ডেটা খরচ হচ্ছে দেখলে বুঝবেন স্মার্টফোনে ম্যালওয়্যার ঢুকেছে।
(৫) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাইনআউট করিয়ে দেবে গুগল।
(৬) ফোনে অজানা কিছু অনেকটা জায়গা (স্টোরেজ) রয়েছে।
(৭) আপনার অজান্তেই আপনার স্মার্টফোন থেকে মেসেজ চলে যাবে।
ফোন থেকে ম্যালওয়্যার দূর করতে কী করবেন
(১) স্মার্টফোন সেফ মোডে চালান। সন্দেহজনক মোবাইল অ্যাপ চিহ্নিত করে দূর করুন।
(২) সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করুন।
(৩) বিশ্বাসী সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন।
(৪) ফোনের তথ্য ব্যাক আপ রেখে ফোনকে ফ্যাক্টরি সেটিংসে রিসেট করুন।
স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে কী করবেন
(১) সন্দেহজনক লিঙ্ক বা পপ আপ মেসেজ খুলবেন না।
(২) ফোনের সফটওয়্যার ও অ্যাপ নিয়মিত আপডেট করুন।
(৩) অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।