Home প্রযুক্তি অনলাইনে কী ভাবে নতুন নিয়োগকর্তার কাছে আপনার পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন?

অনলাইনে কী ভাবে নতুন নিয়োগকর্তার কাছে আপনার পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন?

0

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সম্প্রতি এমন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বা সহজ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্ট নতুন নিয়োগকর্তার কাছে ট্রান্সফার করা সম্ভব। এছাড়া, কর্মীরা নাম, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, নাগরিকত্ব, লিঙ্গ এবং চাকরির তারিখের মতো ব্যক্তিগত তথ্যও সংশোধন করতে পারেন।

১৫ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত ইপিএফও নির্দেশিকায় বলা হয়েছে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আগের বা বর্তমান চাকরিদাতার অনুমোদন ছাড়াই অনলাইন পিএফ ট্রান্সফার করা যাবে।

নতুন জায়গায় পিএফ ট্রান্সফার করার পদ্ধতি

১. স্বয়ংক্রিয় পিএফ ট্রান্সফার

ইপিএফও এমন একটি স্বয়ংক্রিয় ট্রান্সফার সুবিধা চালু করেছে, যা নির্দিষ্ট শর্ত পূরণ করলে কার্যকর হবে:

  • UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর): আপনার UAN Aadhaar-এর সঙ্গে লিঙ্কড ও KYC আপডেটেড হতে হবে।
  • প্রথম পিএফ কন্ট্রিবিউশন: নতুন চাকরিদাতা প্রথম পিএফ কন্ট্রিবিউশন জমা দিলেই আগের অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টাকা ট্রান্সফার হবে।
  • এই সুবিধা শুধুমাত্র ইপিএফও পরিচালিত অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য, বেসরকারি ট্রাস্ট পরিচালিত পিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে নয়।

২. অনলাইনে ম্যানুয়াল পিএফ ট্রান্সফার করার ধাপ

যদি স্বয়ংক্রিয় ট্রান্সফার প্রযোজ্য না হয়, তাহলে অনলাইনে ম্যানুয়ালভাবে ট্রান্সফার করতে পারবেন:

Step ১: ইপিএফও মেম্বার পোর্টালে লগ ইন করুন

  • ইপিএফও মেম্বার পোর্টালে যান (https://unifiedportal-mem.eপিএফindia.gov.in)
  • UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন।

Step ২: ট্রান্সফার অনুরোধ শুরু করুন

  • ‘Online Services’ ট্যাবে ক্লিক করুন।
  • ‘One Member – One EPF Account (Transfer Request)’ সিলেক্ট করুন।

Step ৩: ব্যক্তিগত ও চাকরির তথ্য যাচাই করুন

  • আপনার ব্যক্তিগত এবং আগের পিএফ অ্যাকাউন্টের তথ্য সঠিক কিনা দেখুন।
  • ‘Get Details’ বোতামে ক্লিক করে আগের চাকরির পিএফ অ্যাকাউন্ট তথ্য দেখুন।

Step ৪: স্বয়ংক্রিয় যাচাইকরণ নির্বাচন করুন

  • যদি চাকরিদাতার অনুমোদন ছাড়াই ট্রান্সফার করার সুযোগ থাকে, তাহলে পূর্ববর্তী বা বর্তমান চাকরিদাতা নির্বাচন করার প্রয়োজন নেই।

Step ৫: OTP যাচাই করে জমা দিন

  • ‘Get OTP’ বোতামে ক্লিক করুন এবং মোবাইলে আসা OTP লিখে ট্রান্সফার অনুরোধ সাবমিট করুন।

Step ৬: আবেদন ট্র্যাক করুন

  • ‘Track Claim Status’ সেকশনে গিয়ে ট্রান্সফার অনুরোধের বর্তমান অবস্থা দেখতে পারবেন।

পিএফ ট্রান্সফারের জন্য আবশ্যক শর্তাবলি

পিএফ ট্রান্সফার সফল করতে নিশ্চিত করুন:

  • সক্রিয় UAN: ইপিএফও পোর্টালে UAN অ্যাক্টিভেটেড থাকতে হবে।
  • আগের ও বর্তমান চাকরির পিএফ অ্যাকাউন্ট ইপিএফও-এর অধীনে থাকতে হবে।
  • আগের নিয়োগকর্তাকে অবশ্যই ‘Date of Exit’ আপডেট করে থাকতে হবে।

ইপিএফও-এর নতুন এই সুবিধার ফলে পিএফ ট্রান্সফার আগের চেয়ে অনেক সহজ ও দ্রুততর হয়েছে!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version