আজকাল অনেকের নামেই একাধিক মোবাইল নম্বর থাকে। অনেকেই একাধিক মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান। ২০২৩ সাল থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু করা হয়েছে। খুব শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস প্লাটফর্মে চালু করা হবে।
অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট খুলবেন
১) মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২) অ্যাপের ওপর দিকে থ্রি ডট আইকন লম্বালম্বি আছে। ক্লিক করুন।
৩) সেটিংসে যান। ক্লিক করুন “প্লাস” আইকনে।
৪) স্ক্রিনের নীচের দিকে অ্যাকশন বক্স খুলে যাবে।
৫) অ্যাড অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
৬) অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে বেছে নিন। ট্যাপ করুন। দ্বিতীয় যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নম্বর দিন।
৭) ভেরিফিকেশন পেজ খুলে যাবে। কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
৮) ভেরিফাই অ্যানাদার ওয়ে অপশনে বেছে নিন। ভয়েজ কল, মিসড কল বা এসএমএসের মাধ্যমে ভেরিফাই করা যাবে। ফোন নম্বর অটো ভেরিফাই করা যাবে।
৯) নাম, প্রোফাইল ছবি-সহ বিভিন্ন বিশদ খুঁটিনাটি তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন।
আরও পডুন: অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই সঙ্গে সঙ্গে লক