বাজেট কম? তা হলে ৮ হাজার টাকার নীচে এই ৫টি স্মার্টফোন দেখতে পারেন

0

খবর অনলাইন ডেস্ক: ভালো স্মার্টফোন কিনতে চাইছেন, অথচ বাজেট কম? কোনো সমস্যাই নয়। নিজের বাজেটের মধ্যেই ভালো স্মার্টফোন পেয়ে যেতে পারেন। আট হাজার টাকার মধ্যেই দেখে নিতে পারেন দুর্দান্ত কিছু ফিচারের স্মার্টফোনগুলি।

শাওমি রেডমি ৯এ

শাওমি রেডমি ৯এ (Xiaomi Redmi 9A) এমনই একটি স্মার্টফোন। এই ফোনে ৩২ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩ জিবি র‌্যাম রয়েছে। ফোনটিতে একটি মেডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, এটি একটি ১৩ এমপি প্রাথমিক ক্যামেরা এবং একটি ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা পাবেন। একই সাথে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। দাম: ৭৪৯৯ টাকা

পোকো সি৩

আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন পোকো সি৩ (POCO C3)। এতে রয়েছে ১৩ এমপি+২এমপি+২এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য একটি ৫5 এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। আপনি এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে করতে পারেন। একই সঙ্গে ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। দাম: ৬৭৯৯ টাকা

মাইক্রোম্যাক্স ইন ১বি

আট হাজার টাকার মধ্যেই মিলবে মাইক্রোম্যাক্স ইন ১বি (Micromax IN 1b)। সম্প্রতি চালু হওয়া এই ফোনে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারন্যাল মেমরি রয়েছে। ফোনটিতে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৩ প্রসেসর রয়েছে। একই সঙ্গে একটি ৩ এমপি + ২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। দাম: ৭৯৯৯ টাকা

রিয়েলমি সি১১

এই বাজেটের মধ্যেই মিলবে রিয়েলমি সি১১ (Realme C11)। ফোনটিতে একটি মেডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন, এতে একটি ১৩ এমপি + ২ এমপি প্রাথমিক ক্যামেরা রয়েছে, সঙ্গে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের স্ক্রিনটি ৬.৫ ইঞ্চি। দাম: ৭৪৪৯ টাকা

সামসুং গ্যালাক্সি এম০১

সামসুং গ্যালাক্সি এম০১ (Samsung Galaxy M01) আপনার বাজেটের মধ্যেই চলে আসছে। এই ফোনে ৫.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। ফটোর জন্য ১৩ এমপি + ২ এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দাম: ৭৪৯৯ টাকা

*দামগুলি প্রতিবেদনটি প্রকাশের দিনে

আরও পড়তে পারেন: আপনার অনন্য সাজে গ্রীষ্মকে করে তুলুন ‘সুপার কুল’

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.