দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। কৃষিপ্রধান দেশ ভারত। ভারতীয় কৃষকদের কথা ভেবে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আবিষ্কার করেছেন আইআইটি মাদ্রাজের ইউএভি স্টার্ট আপ সংস্থা ‘অ্যামবার উইংস’। ওই ড্রোনের নাম রাখা হয়েছে ‘বিহা’। এই ড্রোনের সাহায্যে উন্নত পদ্ধতিতে কৃষিকাজ করা যাবে বলে দাবি আইআইটি মাদ্রাজের গবেষকদের। কৃষকরা ‘বিহা’ ড্রোন আকাশে ভাসিয়ে কৃষিজমিতে কীটনাশক ও সার ছড়াতে পারবেন।
আইআইটি মাদ্রাজের গবেষকদের সাহায্যে ৩টি রাজ্যে কৃষিকাজে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত তামিলনাড়ু, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ‘বিহা’ নামক ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক তথা ‘অ্যামবার উইংস’-এর প্রতিষ্ঠাতা সত্য চক্রবর্তী।
সত্যবাবু বলেন, “আমাদের যাত্রাপথের উন্নতিতে ‘বিহা’র আবিষ্কার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ড্রোন ভারতে কৃষিকাজের উন্নতি ঘটাবে। আমাদের লক্ষ্য হল অভিনব সমাধানের মাধ্যমে কৃষকদের সাহায্য করা। আমরা বিশ্বাস করি ড্রোন প্রযুক্তি ভারতের কৃষিক্ষেত্রে আমূল বদল আনতে সক্ষম। কৃষকরা অনেক কম খেটে অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারবেন।” অসামরিক পরিবহণের ডায়রেক্টরেট জেনারেল (ডায়রেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন তথা ডিজিসিএ) ইতিমধ্যে এই ‘বিহা’ ড্রোনকে মান্যতা দিয়েছে। ফলে ভারতের আকাশে ‘বিহা’র উড়তে কোনো বাধা নেই।