Home প্রযুক্তি Instagram আনল ‘শিডিউল মেসেজ’ ফিচার

Instagram আনল ‘শিডিউল মেসেজ’ ফিচার

0

চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও বেশি পরিমাণে উন্নত করতে ও ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) নিয়ে এসেছে নতুন ফিচার। এ বার ইনস্টাগ্রাম-এ ডাইরেক্ট মেসেজ (DM) সেকশনে ‘শিডিউল মেসেজ’ করার ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে সেই মেসেজ স্বয়ংক্রিয় ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।

ইনস্টাগ্রাম-এর নতুন এই ফিচার বিশেষ করে তাঁদের জন্য খুব উপকারী হবে, যাঁরা বিভিন্ন টাইমজোনে থাকেন এবং একে অপরের সঙ্গে সময়মতো যোগাযোগ করতে পারেন না। ফিচারটি গোটা বিশ্বে রোলআউট করা হয়েছে। তাই এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের তাদের Instagram অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।

কী ভাবে ইনস্টাগ্রামের নয়া ফিচার ব্যবহার করা যাবে

শিডিউল মেসেজ পাঠানোর পদ্ধতিও বেশ সহজ। প্রথমে ব্যবহারকারী যাঁকে মেসেজ পাঠাতে চান, তাঁর সঙ্গে চ্যাট খুলতে হবে এবং মেসেজ টাইপ করতে হবে। এর পর সেন্ড বাটনের ওপর একটু দীর্ঘক্ষণ প্রেস করে থাকলে একটি ক্যালেন্ডার অপশন দেখানো হবে। সেই ক্যালেন্ডার থেকে ব্যবহারকারী তাঁর পছন্দের দিন এবং সময় নির্বাচন করতে পারবেন। এক বার সময় নির্ধারণ করার পর শিডিউল বোতাম ক্লিক করলেই মেসেজটি শিডিউল হয়ে যাবে।

কী সুবিধা মিলবে ইনস্টাগ্রামের নয়া এই ফিচারে

Meta-এর নতুন এই আপডেট Instagram-এর ব্যবহারকারীদের আরও স্মার্ট এবং সময়োপযোগী যোগাযোগের সুযোগ করে দেবে। এই ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন, কোনো বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার ঝুঁকি থাকবে না। এমনকি, ব্যস্ত সময় অথবা বেড়ানোর সময়ও নির্ধারিত মুহূর্তে মেসেজ পাঠানো সম্ভব হবে। যাঁরা ইনস্টাগ্রাম কাজের জন্য ব্যবহার করেন, তাঁদের জন্য এটি আরও বেশি কার্যকর। ব্যবসায়িক বা প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা তাঁদের কাস্টমারদের জন্য সময়মতো আপডেট বা প্রোমোশনাল মেসেজ শিডিউল করতে পারবেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ২৯ দিন পর্যন্ত আগাম মেসেজ শিডিউল করতে পারবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version