Homeপ্রযুক্তিশ্রীহরিকোটায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

শ্রীহরিকোটায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

প্রকাশিত

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো জানুয়ারিতে তাদের ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে। ইসরোর চেয়ারম্যান এবং স্পেস বিভাগের সচিব শ্রীধর পণিক্কর সোমনাথ  একথা জানিয়েছেন।

সোমবার সফলভাবে পিএসএলভি-C60 মিশনের মাধ্যমে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (SpaDeX) স্পেসক্রাফ্ট A এবং B কে সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। এটি শ্রীহরিকোটার ৯৯তম উৎক্ষেপণ ছিল। এ সম্পর্কে সোমনাথ বলেন, “সকলেই SpaDeX রকেটের চমৎকার উৎক্ষেপণ দেখেছেন। এটি শ্রীহরিকোটার ৯৯তম উৎক্ষেপণ। আগামী বছর জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”

আগামী দিনের পরিকল্পনা নিয়ে তিনি আরও জানান, ২০২৫ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। এর মধ্যে জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট NVS-02 উৎক্ষেপণ করা হবে। এর আগে ২০২৩ সালের মে মাসে জিএসএলভি-F12/NVS-01 রকেট সফলভাবে দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট NVS-01 উৎক্ষেপণ করেছিল।

পিএসএলভি-C60 মিশন সম্পর্কিত বক্তৃতায় সোমনাথ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে SpaDeX নিয়ে আরও গবেষণা হবে। তিনি বলেন, “ভারতের মহাকাশ খাতে সংস্কার এবং সম্প্রসারণের অংশ হিসেবে SpaDeX মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও জটিল ডকিং সিস্টেম মিশনের পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, সোমবারের উৎক্ষেপণটি নির্ধারিত সময় ৯:৫৮ এর পরিবর্তে ১০ টায় করা হয়। এ প্রসঙ্গে সোমনাথ জানান, কক্ষপথে কোনও স্যাটেলাইটের কাছাকাছি অবস্থানের সম্ভাবনা থাকলে উৎক্ষেপণের সময় পরিবর্তন করা হয়। ইসরো বিজ্ঞানীরা যথাযথ ভাবে সঠিক সময়ে উৎক্ষেপণ নিশ্চিত করেন।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য নতুন প্রিপেড প্ল্যান চালু করল এয়ারটেল

শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস ব্যবহারের জন্য প্রিপেড প্ল্যান চালু করেছে ভারতী এয়ারটেল। টেলিকম...

অনলাইনে কী ভাবে নতুন নিয়োগকর্তার কাছে আপনার পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সম্প্রতি এমন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বা...

ইউটিএস অ্যাপ: সহজেই বুক করুন ট্রেনের টিকিট, জেনে নিন ব্যবহার বিধি

হঠাৎ ট্রেনে যাত্রা করতে হলে স্টেশনে লম্বা লাইনে দাঁড়ানো খুবই কষ্টকর, বিশেষ করে ভিড়...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে