নয়াদিল্লি: রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য দু:সংবাদ। আগামী ১ ডিসেম্বর থেকে প্রিপেড প্ল্যানের রেট বাড়াচ্ছে সংস্থা। নতুন এই ট্যারিফ ওই দিন থেকে সারা দেশেই কার্যকর হবে। এগুলোর মধ্যে ডেটা প্ল্যান, আনলিমিটেড প্ল্যানের পাশাপাশি জিও ফোন (JioPhone) প্ল্যান-ও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে ট্যারিফ প্রিপেড প্ল্যানের রেট বাড়িয়েছে এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi)। ওই দুই টেলিকম সংস্থার মতোই জিও নিজের প্ল্যানের দাম প্রায় ২০-২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে।
কোন প্ল্যানের দাম কত হচ্ছে?
এখন ৭৫ টাকার প্ল্যানটির দাম হবে ৯১ টাকা। মেয়াদ: ২৮ দিন। সুবিধা: ৩ জিবি ডেটা/মাস, আনলিমিটেড ভয়েস কল, ৫০ এসএমএস
এখন ১২৯ টাকার প্ল্যানটির দাম হবে ১৫৫ টাকা। মেয়াদ: ২৮ দিন। সুবিধা: ২ জিবি ডেটা/মাস, আনলিমিটেড ভয়েস কল, ৩০০ এসএমএস
এখন ১৪৯ টাকার প্ল্যানটির দাম হবে ১৭৯ টাকা। মেয়াদ: ২৪ দিন। সুবিধা: ১ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ১৯৯ টাকার প্ল্যানটির দাম হবে ২৩৯ টাকা। মেয়াদ: ২৮ দিন। সুবিধা: ২ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ২৪৯ টাকার প্ল্যানটির দাম হবে ২৯৯ টাকা। মেয়াদ: ২৮ দিন। সুবিধা: ২ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ৩৯৯ টাকার প্ল্যানটির দাম হবে ৪৭৯ টাকা। মেয়াদ: ৫৬ দিন। সুবিধা: ১.৫ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ৪৪৪ টাকার প্ল্যানটির দাম হবে ৫৩৩ টাকা। মেয়াদ: ৫৬ দিন। সুবিধা: ২ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ৩২৯ টাকার প্ল্যানটির দাম হবে ৩৯৫ টাকা। মেয়াদ: ৮৪ দিন। সুবিধা: ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ১০০০ এসএমএস
এখন ৫৫৫ টাকার প্ল্যানটির দাম হবে ৬৬৬ টাকা। মেয়াদ: ৮৪ দিন। সুবিধা: ১.৫ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ৫৯৯ টাকার প্ল্যানটির দাম হবে ৭১৯ টাকা। মেয়াদ: ৮৪ দিন। সুবিধা: ২ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস
এখন ১২৯৯ টাকার প্ল্যানটির দাম হবে ১৫৫৯ টাকা। মেয়াদ: ৩৩৬ দিন। সুবিধা: ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ৩৬০০
এখন ২৩৯৯ টাকার প্ল্যানটির দাম হবে ২৮৭৯ টাকা। মেয়াদ: ৩৬৫ দিন। সুবিধা: ২ জিবি ডেটা/দিন, আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএসএসএমএস

একই সঙ্গে ডেটা অ্যাড-অন প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণাও করেছে জিও। ৫১ টাকার ডেটা অ্যাড-অন প্ল্যানটি ৬১ টাকায় দাঁড়াবে। এই প্ল্যানে ৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। ১০১ টাকার ডেটা অ্যাড-অন প্ল্যান কিনতে এ বার খরচ পড়বে ১২১ টাকা। এই প্ল্যানে ১২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। জিও-র যে ডেটা প্ল্যান ৩০১ টাকা হয়ে গিয়েছে, সেটা আগে ২৫১ টাকায় পাওয়া যেত।
আরও পড়তে পারেন: আরও বাড়ছে মোবাইলের খরচ, এয়ারটেলের পর প্রিপেড প্ল্যানে দর বৃদ্ধি ভোডাফোনের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।