প্রযুক্তির জগতে তুফান তুলে দিয়েছে কাব্য মেহরা। প্রযুক্তির সঙ্গে মানবিক শক্তির মেলবন্ধন ঘটিয়েছে কাব্য। কাব্য মেহরা হল ভারতের প্রথম এআই মম ইনফ্লুয়েন্সার। কোনো রক্তমাংসের নারী নয় কাব্য। সে এআই প্রযুক্তিনির্ভর হিউমানয়েড রোবট। দেখতে অবিকল মানুষের মতো। আজকালকার ডিজিটাল যুগে ভীষণ ভাবে জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা। ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে তারা নানা রকম বিষয় মানুষের সামনে তুলে ধরে ও কিছু বিষয় নিজের মতামত প্রকাশ করে।
ইনফ্লুয়েন্সারদের বাজারকে ধরতে এআই প্রযুক্তির সঙ্গে আধুনিক কর্মব্যস্ত মায়েদের অভিজ্ঞতাকে মেলানো হয়েছে সুন্দর ভাবে কাব্যর মাধ্যমে। ভারতের প্রথম এআই মম ইনফ্লুয়েন্সার কাব্য মেহরাকে তৈরি করেছে কালেক্টিভ আর্টিস্টস নেটওয়ার্ক নামক সংস্থা।
ডিজিটাল অবতারে থাকলেও কাব্য সব সময় দেখা যায় কেতাদুরস্ত পোশাকে। আধুনিক কর্মব্যস্ত মায়েদের জীবনের সুবিধা, অসুবিধা তুলে ধরে কাব্য। রোবট হলেও তার ব্যক্তিত্ব এমনই যে প্রত্যেকেই কাব্যর সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে কাব্য মেহরার বায়োতে লেখা আছে, “India’s first AI mom, powered by real moms”। ইনস্টাগ্রামে কাব্যর প্রচুর ফলোয়ার।