মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রযুক্তি সংস্থা মেটা আগামী সপ্তাহে তাদের পরিকল্পিত ছাঁটাই প্রক্রিয়া শুরু করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এই দফায় ৩,৬০০ কর্মীকে চাকরি হারাতে হবে।
ছাঁটাইয়ের প্রক্রিয়া
একটি অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে মেটা কর্মীদের জানিয়েছে, সোমবার ভোর ৫টা থেকে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছাঁটাইয়ের বিজ্ঞপ্তি পাঠানো শুরু হবে। তবে স্থানীয় বিধিনিষেধের কারণে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডসের কর্মীদের এই ছাঁটাইয়ের বাইরে রাখা হয়েছে। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার একাধিক দেশে ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কর্মীরা এই ছাঁটাইয়ের বিজ্ঞপ্তি পাবেন।
গত মাসেই মেটা ঘোষণা করেছিল যে তারা তাদের ৫ শতাংশ ‘সবচেয়ে দুর্বল কর্মীদের’ বরখাস্ত করবে এবং কিছু গুরুত্বপূর্ণ পদ নতুন করে পূরণ করবে। তবে আগের গণছাঁটাইয়ের তুলনায় এইবার মেটার অফিস খোলা থাকবে এবং কোনও সংস্থার তরফে অতিরিক্ত আপডেট দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থার ‘হেড অফ পিপল’ জানেল গেইল।
মেশিন লার্নিংয়ে জোর
একটি পৃথক মেমোতে, মেটার ‘ভিপি অফ ইঞ্জিনিয়ারিং ফর মনিটাইজেশন’ পেং ফান কর্মীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন। মূলত সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে রয়েছে মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
টেক দুনিয়ায় ছাঁটাইয়ের ধাক্কা অব্যাহত। ২০২৩ সালে একাধিক প্রযুক্তি সংস্থা বড়সড় ছাঁটাই করেছিল। মেটার সাম্প্রতিক সিদ্ধান্ত বলে দিচ্ছে, সংস্থা কৌশলগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তির দিকে আরও বেশি বিনিয়োগ করছে।