ছুটিতে বেড়াতে যাওয়া ভ্রমণপিপাসু বাঙালির বরাবরের অভ্যাস। চটজলদি ঘোরার প্ল্যান হোক জরুরি প্রয়োজনে শহরেরে বাইরে যেতে হোক তখন টিকিটের সমস্যা হয়। আমাদের নির্ভর করতে হয় তৎকাল টিকিটের ওপর। তৎকাল ট্রেনের টিকিট বুক করার আগে, অবশ্যই জানতে হবে যে এইগুলি যাত্রার একদিন আগে বুক করা যেতে পারে।
যাত্রার আগে যাত্রীদের জানতে হবে টিকিট কাটার পদ্ধতি। এসি থ্রি টায়ার এবং তার টু টায়ার, ফাস্ট ক্লাসের বুকিং সকাল ১০টায় শুরু হয়। আপনাকে সকাল ৯.৫৮-এর মধ্যে লগ-ইন করতে হবে। অন্য দিকে, স্লিপার ক্লাসের তৎকাল টিকিটের বুকিং শুরু হয় ১১টায়। সকাল ১০.৫৮-এর মধ্যে লগ-ইন করতে হবে। কাউন্টার ছাড়াও তৎকাল টিকিট অনলাইনেও বুক করা যাবে।
বলে রাখা ভালো, আপনি যদি Tatkal Rail Ticket কনফারমেশন করতে চান তবে আপনাকে সমস্ত প্রক্রিয়া খুব দ্রুত করতে হবে। কনফার্ম টিকিটে ভালো টাইমিং থাকাটা খুবই জরুরি। আপনি সময় বাঁচাতে কিছু টিপস অনুসরণ করতে পারেন।
আপনাকে প্রথমে একটা মাস্টার তালিকা তৈরি করতে হবে। IRCTC-তে লগ-ইন করার পর, আপনি My Profile-এ গিয়ে এটি তৈরি করতে পারেন।
দেখে নিন ধাপে ধাপে
টিকিট কাটার সময় IRCTC প্রোফাইল-এ আপনি ড্রপ ডাউনে মাস্টার তালিকা দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
মাস্টার লিস্ট ব্যবহার করলে যাত্রীদের সুবিধা ভ্রমণকারীদের বিবরণ সেভ থাকলে টিকিট কাটার সময় কম লাগবে। চট জলদি কনফার্ম সিট পাওয়া যাবে।
এই পৃষ্ঠায় আপনাকে নাম, বয়স, লিঙ্গ, পছন্দের খাবার, সিনিয়র সিটিজেন, আইডি কার্ডের ধরন এবং যাত্রীর আইডি কার্ড নম্বরের মতো বিশদ বিবরণ ফিল আপ করতে হবে।
এর পরবর্তীতে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করুন।
বলে রাখা ভালো একজন ব্যক্তি মাস্টার তালিকায় ২০ জন যাত্রী পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
মাস্টার তালিকার পরে, একটি ভ্রমণ তালিকা তৈরি করুন।
এটি ‘মাই প্রোফাইল’-এর ড্রপ ডাউনেও পাওয়া যাবে। ব্যবহারকারীদের অবশ্যই মনে রাখতে যে এই তালিকাটি শুধুমাত্র একটি মাস্টার তালিকা তৈরি করার পরে তৈরি করা যেতে পারে।
প্রথমে বেছে নিতে হবে আপনি কোন ট্রেনে যেতে চান নিজের গন্তব্যে। তারপর ‘প্ল্যান মাই জার্নি’র বক্সে গিয়ে গন্তব্য অনুযায়ী স্টেশনের নাম লিখতে পারবেন।
অবশ্যই যাত্রার দিনের তারিখ সিলেক্ট করে সাবমিট-এ ক্লিক করতে হবে।
সবশেষে সেভ করুন এবং তৎকাল টিকিট বুকিং শুরু হলে নিজের টিকিট বুক করুন।
আরও পড়তে পারেন:
পাচারকারী সন্দেহে সীমান্তে বিএসএফের গুলি, মুর্শিদাবাদে পাট খেত থেকে উদ্ধার যুবকের দেহ
আবারও সুদের হার বাড়াতে পারে আরবিআই, বৈঠকে বসছে মুদ্রানীতি কমিটি
৩ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তালিকায় একাধিক কর্মসূচি
পরিবেশ নিয়ে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করতে উদ্যোগী বনবিতান কর্তৃপক্ষ