দিন কে দিন প্রযুক্তির জগতে উন্নতি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই প্রযুক্তি এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিই চিকিৎসকদের চেয়ে অনেক দক্ষ ভাবে প্রস্টেট ক্যানসারকে চিহ্নিত করতে পেরেছে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক নিজেদের গবেষণায় দেখিয়েছেন এআই টুল ৮৪% দক্ষতার সঙ্গে প্রস্টেট ক্যানসারকে চিহ্নিত করতে পেরেছে। সেখানে চিকিৎসকদের দক্ষতার হার মাত্র ৬৭%। এআই টুল তৈরি করেছে আভেন্ডা হেলথ নামে আমেরিকার একটি সংস্থা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ব্যবহারের অনুমোদন দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
বিভিন্ন রকমের ক্লিনিক্যাল ডেটা পর্যালোচনা করা হয় এআই অ্যালগোরিদমের সাহায্যে। গবেষণায় দেখা গেছে, ৫০ জন রোগী যাঁদের শরীর থেকে প্রস্টেট ক্যানসারের টিউমার অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে তাঁদের ওপর এআই টুল ব্যবহার করেন ৭ জন ইউরোলজিস্ট আর ৩ জন রেডিওলজিস্ট। এআই টুল প্যাথোলজি, ইমেজিং আর বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে থ্রি ডি ক্যানসার এস্টিমেশন ম্যাপ তৈরি করে। এআই টুল চিহ্নিত করে জানায় সামান্য হলেও ফের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
স্থুলতায় সন্তানধারণে কী প্রভাব পড়ছে, কী তথ্য উঠে এল গবেষণায়