Connect with us

প্রযুক্তি

ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণামূলক লেনদেন রুখতে বিশেষ পরামর্শ আরবিআইয়ের

ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের মোবাইলেও টেক্সট মেসেজের মাধ্যমে সতর্ক করছে আরবিআই।

RBI

ওয়েবডেস্ক: লকডাউনে ডিজিটাল লেনদেন বেড়ে যাওয়ার সঙ্গে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা। এ বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সম্প্রতি ব্যাঙ্কের গ্রাহকদের একগুচ্ছ পরামর্শ দিয়েছে। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের মোবাইলেও টেক্সট মেসেজের মাধ্যমে সতর্ক করছে আরবিআই।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট/ক্রেডিট কার্ডগুলির মাধ্যমে টাকা তোলা অথবা ডিজিটাল লেনদেনের সময়ই সাইবার অপরাধীরা গ্রাহকদের নিশানা করছে। ইতিমধ্যে আরবিআই ব্যাঙ্কগুলিকে এ বিষয়ে গ্রাহকের সঞ্চিত অর্থের সুরক্ষায় কঠোর পদ্ধতি অবলম্বন করতে বলে। এ বার প্রতারণামূলক অথবা অবৈধ লেনদেনের শিকার হওয়ার হাত থেকে বাঁচাতে গ্রাহকদের উদ্দেশেও পরামর্শ দিচ্ছে।

বুধবার ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের উদ্দেশে একটি বার্তায় আরবিআই জানিয়েছে, যদি কোনো রকমের সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে তৎক্ষণাৎ কী কী করতে হবে।

হেল্পলাইন নম্বর ১৪৪৪০

আরবিআই বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের মোবাইলে একটি টেক্সট মেসেজে বলছে, “আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি প্রতারণামূলক লেনদেন হয়েছে? আপনার ক্ষতির বহর কমানোর জন্য তৎক্ষণাৎ নিজের ব্যাঙ্কের কাছে বিষয়টি অবহিত করুন। আরও তথ্যের জন্য ১৪৪৪০ নম্বরে মিসড কল দিন”। গ্রাহক যদি সময়মতো ব্যাঙ্কের কাছে প্রতারণার বিষয়টি অবহিত করেন, তা হলে ক্ষতির পরিমাণ আটকে রাখা সম্ভব।

আরবিআই বলছে, “সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের প্রতারণার শিকার হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রতারকরা কেওয়াইসির জন্য তথ্য চেয়ে অথবা পেমেন্ট সিস্টেম সক্রিয়করণের অজুহাতে গ্রাহকদের প্রলুব্ধ করছে।”

ডিজিটাল লেনদেনের জন্যে

১. এটিএম/ কার্ড (ডেবিট/ক্রেডিট/প্রিপেড) তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

২. পিন, ওটিপি, সিভিভি, ইউপিআই-পিন ইত্যাদি শেয়ার করবেন না।

৩. পাবলিক, ওপেন অথবা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে আর্থিক লেনদেন করবেন না।

৪. মোবাইল নম্বর, ই-মেল আইডি, ইলেকট্রনিক ওয়ালেট অথবা পার্স ইত্যাদির তথ্যগুলি শেয়ার করবেন না।

প্রযুক্তি

লকডাউনের মধ্যে ফোন খারাপ? রইল ৫ হাজারের মধ্যে স্মার্টফোনের হদিশ

smartphone

খবরঅনলাইন ডেস্ক : করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরে বসে যতটা কাজ সারা যায় ততটাই ভালো। তাই মোবাইল ফোন খারাপ হলেও নিজেকে বাঁচাতে অনলাইনই ভরসা। স্বল্প দামের স্মার্টফোনের একাধিক কালেকশন রয়েছে অ্যামাজনে। তেমনই ১০টি ৫০০০ টাকার মধ্যের স্মার্টফোনের হদিশ রইল এখানে। প্রতিবেদনটি লেখার সময় যে দাম ছিল তাই দেওয়া হল।

১। আইকাল কে৬০০

লম্বা – ৫ ইঞ্চি, ১৬ জিবি, রং- কালো। ডুয়েল সিম। ৪জি।

দাম – ৩২% ছাড় দিয়ে ৪০৯৯ টাকা

২। মোবিস্টার সি১ লাইট

৫.৩৪ ইঞ্চি লম্বা। ১ জিবি র‍্যাম, ৮ জিবি স্টোরেজ। সোনালি –রং।  

দাম – ৪৯৯৯ টাকা

৩। ভিডিওকন জেড৫৫ ড্যাশ – অক্টা কোর

লম্বা – ৫ ইঞ্চি। ডুয়েল স্ট্যান্ডবাই । ৮ এমপি ক্যামেরা।

দাম – ৫০০০ টাকা

৪। আইটেল এ২৫

লম্বা – ৫ ইঞ্চি। ১ জিবি র‍্যাম। ১৬ জিবি স্টোরেজ। রং – বেগুনি। ডুয়েল সিম।

দাম – ৪০০০ টাকা।

৫। আইটেল এ৪৬

লম্বা – ৫.৪৫ ইঞ্চি। রং – লাল। ২ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ। ডুয়েল স্ট্যান্ডবাই।

দাম – ৫০০০ টাকা

৬। আইটেল এ২৩ ফ্যানটম

ডুয়েল সিম। ৪জি। ফেস আনলক সিস্টেম।

দাম –৪৮৯৯ টাকা

৭। লাভা এ৫৯

লম্বা – সাড়ে ইঞ্চি। র‍্যাম – ৫১২ এমবি। স্টোরেজ – চার জিবি। ডুয়েল সিম – ৩জি ও ২জি।  

দাম – ৪১৯৯ টাকা

৮। জেন অ্যাডমায়ার ডুয়ো

লম্বা – ৫ ইঞ্চি। ১ জিবি র‍্যাম। ৮ জিবি স্টোরেজ।  

দাম – ৪৯৯০ টাকা

৯। জিঅক্স অ্যাস্ট্রা

লম্বা – ৫ ইঞ্চি। ১ জিবি র‍্যাম। ৮ জিবি স্টোরেজ। ডুয়েল সিম স্ট্যান্ডবাই ৩জি ও ৪জি।  

দাম – ৪৯৯০ টাকা

১০। ইনটেক্স অ্যাকুয়া লায়ন

লম্বা – ৫ ইঞ্চি। ১ জিবি র‍্যাম। ৮ জিবি স্টোরেজ। ডুয়েল সিম স্ট্যান্ডবাই ৩জি ও ৪জি।  

দাম – ৪৯৫০ টাকা

দেখে নিন – পাঁচটি বাছাই করা তিন ক্যামেরা স্মার্টফোন, দাম ১৩হাজার টাকার মধ্যে

Continue Reading

প্রযুক্তি

অনলাইনে কী ভাবে ইপিএফ থেকে টাকা তুলবেন?

কী ভাবে, দেখে নিন ১০টি ধাপে

Epfo

ওয়েবডেস্ক: বিভিন্ন কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ থেকে গচ্ছিত টাকা প্রত্যাহার অথবা অগ্রিম নেওয়া যায় অনলাইনে। কী ভাবে, দেখে নিন ১০টি ধাপে-

১. প্রথমে EPFO-র পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এর Member e-Sewa-য় যেতে হবে।

২. ইউএএন (UAN), পাসওয়ার্ড (password) এবং ক্যাপচা কোড (captcha code) দিয়ে লগ-ইন করুন।

৩. অনলাইন সার্ভিস (Online Services) ট্যাবে গিয়ে দাবির জন্য ফর্ম (Form-31, 19, 10C, 10D) নির্দিষ্ট করুন।‌‌

৪. এর পর একটি নতুন ট্যাব খুলে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করতে হবে।

৫. ব্যাঙ্কের তথ্য ভেরিফাই হয়ে গেলে শর্তাবলি (terms and conditions) নিশ্চিত করতে হবে।

৬. এর পর Proceed For Online Claim-এ ক্লিক করতে হবে।

৭. ড্রপডাউন মেনুতে দিয়ে কী কারণে টাকার দাবি করছেন, তা নির্বাচন করতে হবে।

৮. বিষয় নির্বাচন হয়ে গেলে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। একক ভাবে করলে চেক অথবা পাসবুকের স্ক্যান করা কপি দিতে হবে।

৯. হয়ে গেলে Get Aadhaar OTP-তে ক্লিক করতে হবে।

১০. একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। নির্দিষ্ট বক্সে ওটিপি দেওয়ার পর সাবমিট হবে।

পরবর্তীতে দাবির অবস্থান জানতে এই পোর্টালেই লগ-ইন করে Track Claim Status-এ গিয়ে দেখে নেওয়া যাবে।

Continue Reading

প্রযুক্তি

আজ থেকে শুরু বড়োসড়ো সাইবার হানা, সতর্ক থাকতে বলল কেন্দ্র

ফিশিং হানাগুলি কোভিড-১৯ অনুদান সংগ্রহকারী বিভিন্ন উদ্যোগের নকল করেই সংঘটিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে

নয়াদিল্লি: কোভিড-১৯ (COVID-19) মহামারিতে সরকারি যোগাযোগ মাধ্যমের নকল করে একটি বিশাল ফিশিং অ্যাটাকের আশঙ্কা করে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলল কেন্দ্রীয় সরকার। এই সাইবার আক্রমণে ব্যক্তিগত তথ্য এবং আর্থিক তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অথবা সিইআরটি (CERT-In) টুইট করে জানিয়েছে, এই ফিশিং অ্যাটাক অভিযান আজ, ২১ জুন থেকে শুরু হতে পারে। এ বিষয়ে একটি সন্দেহজনক ই-মেল [email protected]এর কথাও উল্লেখ করেছে সংস্থা। সিইআরটি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্ত একটি সংস্থা, যারা ভারতীয়দের সাইবার হানা থেকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত।

সংস্থাটি জানিয়েছে, ফিশিং হানাগুলি কোভিড-১৯ অনুদান সংগ্রহকারী বিভিন্ন উদ্যোগের নকল করেই সংঘটিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ই-মেল লিঙ্ক ক্লিক করলে তা ভুয়ো ওয়েবসাইটগুলির দিকে ব্যবহারকারীকে নিয়ে যেতে পারে। সেখান থেকেই তারা যাবতীয় তথ্য ডাউনলোড করে নিতে পারে। ব্যক্তিগত এবং আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয় বিভিন্ন সরকারি দফতর, এজেন্সি এবং বাণিজ্যিক সংস্থার উপর এক সাইবার হানার আশঙ্কা করা হচ্ছে। অপরিচিত বা পরিচিত মেলের সঙ্গে আসা কোনো অ্যাটাচমেন্ট খুলবেন না। সেই ব্যক্তি যদি আপনার কনট্যাক্ট লিস্টে থাকে তা হলেও নয়।

Continue Reading
Advertisement
শিল্প-বাণিজ্য3 mins ago

কোভিড-১৯ মহামারি ভারতীয়দের সঞ্চয়ের অভ্যেস বদলে দিয়েছে: সমীক্ষা

fat
শরীরস্বাস্থ্য14 mins ago

কোমরের পেছনের মেদ কমান এই ব্যায়ামগুলির সাহায্যে

বিদেশ37 mins ago

নরেন্দ্র মোদীর ‘বিস্তারবাদী’ মন্তব্যের পর চিনের কড়া প্রতিক্রিয়া

রাজ্য1 hour ago

এ বার মাস্ক না পরলে শাস্তি‍! নতুন নির্দেশিকা রাজ্যের

ক্রিকেট1 hour ago

২০১১ বিশ্বকাপ কাণ্ড: ম্যাচ গড়াপেটার তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা

দেশ2 hours ago

নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস

দেশ2 hours ago

রাষ্ট্রায়ত্ত সংস্থা, রেল বেসরকারিকরণের প্রতিবাদে ট্রেড ইউনিয়নগুলি

দেশ3 hours ago

‘বিস্তারবাদ’ অতীত, বিশ্বে এখন ‘বিকাশবাদ’ প্রাসঙ্গিক, লাদাখে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নজরে