ওয়েবডেস্ক: রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার। ইংরাজি নববর্ষকে সামনে রেখে স্মার্টফোন এবং ফিচারফোন ব্যবহারকারী, উভয়ের জন্যই এই নতুন অফার প্রযোজ্য।
জিও-র নতুন অফারের বৈশিষ্ট্য একেবারেই সহজ-সরল। অফারটি গ্রহণ করলে কোনো স্মার্টফোন ব্যবহারকারী এক বছরের সীমাহীন পরিষেবা পেতে পারেন।
তবে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এটি একটু ভিন্ন। তাদের জন্য, জিও অতিরিক্ত উপহার যোগ করেছে। সংস্থা জানিয়েছে, নতুন এই অফার গ্রহণ করলে ১২ মাসের জন্য সীমাহীন পরিষেবার পাশাপাশি সঙ্গে পেয়ে যাবেন একটি জিও ফোন।
একই সঙ্গে সংস্থা জানিয়েছে, নতুন এই অফার গ্রহণ করার জন্য গ্রাহককে ব্যয় করতে হবে ২০২০ টাকা।
তবে মনে রাখা ভালো, এই অফারে জিওর স্মার্টফোন গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন, পাশাপাশি সীমাহীন জিও-টু-জিও ভয়েস কল এবং এসএমএস।
অন্যদিকে, ফিচার ফোন ব্যবহারকারীরা প্রতিদিন ৫০০ এমবি ডেটা এবং সীমাহীন জিও-টু-জিও ভয়েস কল, এসএমএস পাবেন।
নতুন অল-ইন-ওয়ান প্ল্যান ঘোষণা করার পর জিও আকর্যণীয় এই ২০২০ হ্যাপি নিউ ইয়ার প্ল্যান ঘোষণা করল। সংস্থার দাবি, এই পরিকল্পনাগুলি গ্রাহকদের ৩০০ শতাংশ পর্যন্ত বেশি সুবিধা দেয়। মাঝে অবশ্য প্রায় সমস্ত প্ল্যানেই মাশুল বাড়িয়েছে জিও।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।