ওয়েবডেস্ক: যে কোনো প্ল্যান নিয়ে চলছে দেশের প্রধান টেলিকম সংস্থাগুলির মধ্যে হাডদাহাড্ডি লড়াই। সস্তার প্ল্যানেও একই ব্যাপার। তাই ১০০ টাকার কমে রিচার্জ করতে হলে দেখে নিন ভোডাফোন, রিলায়েন্স জিও আর এয়ারটেল কার কী প্ল্যান রয়েছে –
রিলায়েন্স জিও ৯৮ টাকার প্ল্যান – ২৮ দিনের প্ল্যান। মোট দুই জিবি ডেটা, সঙ্গে ৩০০টি এসএমএস, লোকাল, এসটিডি আর রোমিং কল সম্পূর্ণ বিনামূল্যে ও সীমাহীন।
ভোডাফোন ৯৫ টাকার প্ল্যান – ৯৫ টাকায় রিচার্জ করলে ৯৫ টাকার টক টাইম পাওয়া যাচ্ছে। সঙ্গে মোট ৫০০ এমবি ডেটা ২৮ দিনের জন্য। এতে সীমাহীন কল বা এসএমএসের সুযোগ নেই।
আরও পড়ুন – সুইজারল্যান্ডে প্রিয়াঙ্কা-নিকের নববর্ষ উদ্যাপন, ভাইরাল কিস থেকে স্কিইং
এয়ারটেল ৯৮ টাকার প্ল্যান – তিন জিবি ৪জি ডেটা ২৮ দিনের জন্য।
এয়ারটেল ৯৫ টাকার প্ল্যান – ৫০০ এমবি ৪জি ডেটা ২৮ দিনের জন্য। সঙ্গে ৯৫ টাকার সম্পূর্ণ টক টাইম। খরচ ২ সেকেন্ডে ১ পয়সা।
এয়ারটেলের এই দু’টিতেই সীমাহীন কল আর এসএমএস-এর সুবিধা নেই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।