হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহাকারীদের জন্য নতুন ফিচার আনল মেটা৷ তবে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহরকারীরা এই ফিচারের সুবিধা পাবেন ৷ হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য ‘রিভার্স ইমেজ’ ফিচার চালু হতে চলেছে। নতুন ফিচারের সাহায্যে সহজেই ভুয়ো ছবি খুঁজে বের করতে পারবেন ব্যবহারকারীরা ৷
হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা অ্যাপে এই নতুন ফিচারটি আপাতত ব্যবহার করা যাবে। তাই যে সব ব্যবহারকারী WABetainfo-র তথ্য অনুযায়ী, WhatsApp ওয়েব বিটা ভারসন ব্যবহার করেন তাঁরা এর সুবিধা পাবেন৷ হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘রিভার্স ইমেজ’-এর সাহায্যে যে কোনও ছবি ট্র্যাক করা যাবে৷ এই ফিচারের সাহায্যে সহজেই জানা যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গুগলের সঙ্গে শেয়ার করা ছবি সঠিক কি না। প্রতারণার কবল থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা৷
কী ভাবে এটি ব্যবহার করবেন
হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপ্লিকেশনে এই ফিচার ব্যবহারের জন্য একটি শর্টকাট অপশন থাকবে৷ ব্যবহারকারীরা ওয়েবে সেই ছবি সম্পর্কিত তথ্য অনুসন্ধানের জন্য ছবিটি Google-এ আপলোড করলেই সেই সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন৷ এর জন্য ডিফল্ট ব্রাউজার চালু হতে চলেছে।