tata-sky
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: ডিরেক্ট টু হোম সার্ভিস প্রোভাইডার টাটা স্কাই বাঙালি গ্রাহকদের জন্য নতুন চারটি সস্তার প্ল্যান নিয়ে এসেছে।

তার মধ্যে প্রথমেই রয়েছে ‘স্টার বেঙ্গলি ভ্যালু এ প্যাক’। এতে ১৪টি এসডি চ্যানেল রয়েছে। তার মধ্যে রয়েছে ন্যাশনাল জিওগ্রাফি, জলসা মুভি, স্টার স্পোর্টস ২ ও ৩ ইত্যাদি। এর দাম ৪৯ টাকা, কর-সহ এর মূল্য ৫৭.৯ টাকা।

রয়েছে ‘স্টার বেঙ্গলি ভ্যালু বি প্যাক’। এর দাম ৪৯ টাকা। এর দামও কর-সহ এর মূল্য ৫৭.৯ টাকা। এটিতেও ১৪টি চ্যানেল। এতে শুধু স্টার স্পোর্টস ১ বাংলার পরিবর্তে হিন্দি চ্যানেলটি রয়েছে। বাকি সব চ্যানেল একই।

আরও পড়ুন – রাহুলের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে রাজীবকে টেনে নিয়ে এলেন মোদী!

‘স্টার বেঙ্গলি প্রাইম ১ প্ল্যান’। ফক্স লাইফ, ন্যাশনাল জিওগ্রাফি ওয়াইল্ড, স্টার গোল্ড, ন্যাশনাল জিওগ্রাফি, স্টার স্পোর্টস ১ বাংলা, স্টার স্পোর্টস ১,২,৩। এর মূল্য ৭৯ টাকা। কর-সহ এর দাম ৯৩.২ টাকা।

শেষে হল ‘স্টার বেঙ্গলি প্রাইম ২ প্ল্যান’। এটিরও দামও ৭৯ টাকা। কর-সহ এর দাম ৯৩.২ টাকা। এতে রয়েছে ১৭টি চ্যানেল। স্টার স্পোর্টস ১ বাংলার পরিবর্তে এতে আছে স্টার স্পোর্টস ১ হিন্দি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here