সিঙ্গল স্ক্রিন হোক কিংবা মাল্টিপ্লেক্স, আর যেতে হবে না সিনেমাহলে। এ বার ঘরই হয়ে যাবে সিনেমাহল। ভিউসনিক (ViewSonic) নতুন লেজার প্রোজেক্টর LX700 4K আনল। এটি বিশ্বের প্রথম আরজিবি লেজার প্রযুক্তির প্রোজেক্টর যা সিলিংয়ে আটকানো যাবে বলে দাবি ভিউসনিক সংস্থার। ঘরে দৃশ্যমান যত কালার স্পেস রয়েছে তার পুরোটাই কভার করতে সক্ষম এই প্রোজেক্টর।
ভিউসনিক এর দাবি, LX700-4K RGB ৩০০ ইঞ্চি স্ক্রিন সাইজ পর্যন্ত ছবি প্রজেক্ট করতে পারে। এই বিশেষ প্রোজেক্টরে 4K HD রেজোলিউশন, HDR/HLG সাপোর্ট এবং ০.৬৫ ইঞ্চি DMD চিপ রয়েছে।
এইচডিএমআই কেবলের মাধ্যমে এক্সটার্নাল অডিও সিস্টেম কানেক্ট করা যাবে। এই প্রোজেক্টরের আয়ু ৩০ হাজার ঘণ্টা। Xbox এর জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে LX700-4K RGB লেজার প্রোজেক্টর। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১৪৪০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কানেক্টিভিটি ক্ষেত্রে গুগল ক্রোমকাস্ট, অ্যাপল টিভি, রোকু এবং ফায়ার টিভির অপশন রয়েছে। মিলবে ওয়্যারলেস স্ক্রিন কাস্টিং কিটের সুবিধা। যার মাধ্যমে ওটিটি কন্টেন্ট স্মার্টফোন থেকে প্রোজেক্টরে চালানো যাবে। রয়েছে দুটি এইচডিএমআই এবং ইউএইবি-এ পোর্ট।
ভারতে এই প্রোজেক্টরের দাম রাখা হয়েছে ৪,৮৫,০০০ টাকা। যদিও কোথা থেকে কেনা যাবে তা এখনও জানায়নি ভিউসনিক।