ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ আজ যে কোনো স্মার্টফোন ব্যবহারকারীর কাছে ভীষণ প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে। শুধু মেসেজের জন্যই নয় ভয়েজ আর ভিডিও কলের জন্যও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থায় কড়াকড়ি আছে বলে অনেকেই মনে করেন হোয়াটসঅ্যাপে আসা কল রেকর্ড করা যায় না। কিন্তু এই তথ্য পুরোপুরি সঠিক নয়।
কোন উপায় হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন
রেগুলার ফোন কলের মতো হোয়াটসঅ্যাপে বিল্ট-ইন কল রেকর্ডিং ফিচার নেই। কিন্তু প্রয়োজন অথবা সুরক্ষার তাগিদে বিশেষ করে অচেনা অজানা কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা যায়। তাও করা যায় থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই।
বেশির ভাগ স্মার্টফোনে স্ক্রিন রেকর্ডিং ফিচার আছে। তা চালু করুন। এই বিশেষ ফিচার সক্রিয় থাকলে যখন হোয়াটসঅ্যাপে কল আসবে চালু থাকা স্ক্রিন রেকর্ডিং ফিচার অডিও এবং ভিডিও কল রেকর্ড করতে শুরু করে দেবে। কল শেষ হয়ে গেলে রেকর্ড করা কল স্বাভাবিক ভাবে ফোনে সেভ হয়ে যাবে। যদি সেটা না হয়। তাহলে আপনাকে ম্যানুয়ালি রেকর্ডিং প্রক্রিয়া বন্ধ করতে হবে। রেকর্ড হওয়া কল গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে সেভ হবে।
স্ক্রিন রেকর্ডিং ফোল্ডার খুললেই হোয়াটসঅ্যাপের কল ভিডিও ফাইল হিসাবে সেভ রয়েছে বলে দেখতে পাবেন। তবে হোয়াটসঅ্যাপ কল অডিও নয় ভিডিও ফাইল হিসাবে সেভ হবে মনে রাখবেন। তবে আইওএস প্লাটফর্মে ভয়েজ রেকর্ডিং প্রক্রিয়াকে সাপোর্ট করে না। তাই স্ক্রিন রেকর্ড হলেও ভয়েজ কল রেকর্ড হবে না।