ওয়েবডেস্ক: প্রায়শই নিত্যনতুন ফিচার এনে ব্যবহারকারীদের সুবিধে দিয়ে চলেছে হোয়াটসঅ্যাপ। এ বার নতুন ব্যবস্থা এল মিডিয়া দেখার ক্ষেত্রে।
হোয়াটসঅ্যাপে আসা নানান ছবি দেখার জন্য নতুন পদ্ধতি এনেছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। অ্যানড্রয়েড বিটা ভার্সানের ফোনের জন্য হোয়াটসঅ্যাপ এই নতুন পদ্ধতি এনেছে। গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত অ্যাকাউন্টে আসা ছবি দেখতে মিডিয়া সেকশনে গেলেই নতুন অপশনগুলি চোখে পড়বে ব্যবহারকারীদের।
সেখানে তিনিটি বিন্দুর ওপর ক্লিক করলেই দেখা যাবে– ‘শো ইন চ্যাট’, ‘সেট অ্যাজ…’ এবং ‘রোট’ অপশন।
আরও পড়ুন – স্বাস্থ্যবিমা কেন করবেন? জানুন তার ৫টি কারণ
‘শো ইন চ্যাট’ অপশনে গেলেই দেখা যাবে ঠিক কোথায় এই ভিডিও বা ছবিটি রয়েছে। অর্থাৎ কোন ‘গ্রুপ চ্যাট’ বা ব্যক্তিগত অ্যাকাউন্টের ঠিক কোনখানে।
‘সেট অ্যজ’ অপশনটি নতুন। কিন্তু ‘সেট অ্যজ প্রোফাইল ফটো’, ‘সেট অ্যজ গ্রুপ আইকন’ আর ‘ইউজ অ্যজ ওয়ালপেপার’ এগুলি আগেই ছিল। সেই জায়গায় ‘সেট অ্যজ’ অপশন বিষয়টিকে আরও সহজ করেছে। ‘সেট অ্যজ’ অপশনে ক্লিক করলেই একটা নতুন তালিকা আসবে। তালিকায় লেখা থাকবে ‘মাই প্রোফাইল ফটো’, ‘গ্রুপ আইকন’, ‘ওয়ালপেপার’। সেই জায়গা বাছাই করে নিলেই নির্দেশ মতো ছবি ব্যবহার হবে।
‘রোট’ অপশনটি নতুন নয়। ‘রোট লেফট’ আর ‘রোট রাইটে’র মতো এফেক্ট পেতে ‘রোট’ অপশনে একাধিকবার ক্লিক করতে হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।