whatsapp
সংস্থার তরফে পাওয়া গেল এক নতুন ফিচার চালু করার খবর! ছবি: ফিনানসিয়াল এক্সপ্রেস

ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে, অস্বীকার করার উপায় নেই, সমানে বদলে যায় প্রযুক্তি। আজ যা ছিল নতুন, প্রায় বেলাবেলি তা চলে যায় পুরনোর তালিকায়। বিশেষ করে এই বদল প্রযুক্তির দুনিয়ায় চোখে পড়ে স্মার্টফোনের ক্ষেত্রে। এ ছাড়া স্মার্টফোনে যে অ্যাপ এখন আর কারও না হলে নয়, বিশেষ করে সেই হোয়াটসঅ্যাপ-এর ক্ষেত্রে। নিজেই মনে করে দেখুন না, মাস দুয়েক আগেও কত কী নয়া ফিচার চালু করেছিল সংস্থা! মনে না থাকলে চোখ বুলিয়ে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে!

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে নয়া আপডেট, এই ৪ সাম্প্রতিক পরিবর্তন খেয়াল করেছেন কি?

যাই হোক, সে সব ফিচার যখন পুরনো হওয়ার পথে, ঠিক তখনই সংস্থার তরফে পাওয়া গেল এক নতুন ফিচার চালু করার খবর! সেই খবর বলছে, এ বার থেকে কোনো মেসেজের উত্তর দিতে হলে আলাদা করে তার উপর ট্যাপ করে টাইপ বক্স খুলতে হবে না! কাজ হবে স্রেফ এক সোয়াইপেই! মেসেজ এলে স্ক্রিনে ভেসে উঠবে তা, এর পর সেটা ছুঁয়ে ডান দিকে আঙুল সরালেই টাইপ বক্স খুলে যাবে! মানে, চ্যাটিংয়ের পুরনো ধরন এ বার বদলাল বলে!

অবশ্য সংস্থার এই ফিচার আইওএস ভার্সনে আগে থেকেই ছিল! এ বার তা অ্যানড্রয়েড ভার্সনেও চলে আসছে- এই যা খুশির কথা!

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন