hacker

ওয়েবডেস্ক: খুব সাবধান। মনে রাখবেন হোয়াটস অ্যাপের এই ম্যাসেজগুলিতে ভুল করেও ক্লিক করবেন না। কারণ এ ধরনের ম্যাসেজগুলির বেশির ভাগই হ্যাকারদের পাতা ফাঁদ হয়ে থাকে –

১। যদি অ্যাডিডাসের ৯৩ বছর পূর্তিতে সংস্থা মানুষকে বিনামূল্যে জুতো কেনার সুযোগ দিচ্ছে এমন কোনো খবরের লিঙ্ক আসে, ভুল করেও ক্লিক করবেন না।

২। অ্যাডিডাসের মতো ফ্যাশন সামগ্রী সংস্থা ‘জারা’ নাম করা। তাদের ‘ফ্রি শপিং’-এর বিজ্ঞাপন হ্যাকারদের তৈরি একটি ফাঁদ বিশেষ।

৩। আপনি পিৎজা খেতে ভালোবাসেন? জানি উত্তর হবে বিরাট একটি হ্যাঁ। আর এই বিরাট হ্যাঁ-এর বিরাট ফায়দা তুলে নেয় হ্যাকার। বিজ্ঞাপনের লিঙ্ক পাঠায় তারা। লার্জ পিৎজা বিনামূল্যে পাওয়া যাবে। লোভে পড়ে ক্লিক করলেই গেল।

৪। মনে রাখবেন হোয়াটস অ্যাপ একটি বিনামূল্যে বার্তা পাঠানোর মাধ্যম। এতে কোনো সাবস্ক্রিপশনের ব্যবস্থা নেই। ফলে কখনও হোয়াটস অ্যাপ নিয়ে কোনো প্রিমিয়াম সার্ভিসের বিজ্ঞাপন দেখে ভড়কে যাবেন না। বার্তা আসে হোয়াটস অ্যাপের গোল্ড সার্ভিস দেওয়ার ব্যাপারেও। জানবেন এই অ্যাপে গোল্ড সার্ভিস বলে কিছুই হয় না।

৫। এমন ভাবেই মিথ্যা কথা বলে বিভিন্ন সংস্থার নামে ম্যাসেজ পাঠানো হয়। তাতে রয়েছে বিখ্যাত বিয়ার সংস্থাগুলিও।

৬। হোয়াটস অ্যাপের নামেই আরও একটা বিজ্ঞাপন খুব আসতে দেখা যায়। হোয়াটস অ্যাপের রঙ বদল করুন। আসলে কিন্তু হোয়াটস অ্যাপের রঙ বদলের কোনো সুযোগ সুবিধে বা অপশন নেই।

৭। এমন বার্তা পাঠানো হয় অ্যামাজন বিগ বিলিয়ন অফারের নামেও।

৮। যদি এই হোয়াটস অ্যাপের নামে কোনো কার্নিভাল ভিডিও লিঙ্ক শেয়ার করে কেউ, সেটি খোলার কোনো দরকার নেই।

৯। নতুন হোয়াটস অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার বিজ্ঞাপনও আসে। সেটিও স্ক্যাম।

১০। আবার কোনো ছবি বা জিআইএফ ডাউনলোড করার ফাঁদ পাতা হয়। তা ডাউনলোড হলেই হ্যাক হবে ফোন।

১১। সামনেই আসছে ক্রিসমাস। তাই এই উৎসবকে উপলক্ষ্য কেন্দ্র করে নানান কার্নিভ্যাল আর অফারের বিজ্ঞাপন আর লিঙ্ক শেয়ার হয়। সেগুলি কিন্তু বড়োসড়ো জাল।

১২। কোনো ধর্মীয় সংস্থার নামে দান করুন, এই বার্তা পাঠিয়ে ই-পোর্টালের মাধ্যমে দান নেওয়ার কথায় কখনও ভুলবেন না।

১৩। আরও একটি ভুয়ো বিজ্ঞাপনের কথা বলা যায়। ৯৯৯ টাকায় আইফোন কেনার ফাঁদ।

মনে রাখবেন আর খেয়াল রাখবেন। লোভে পড়ে কখনোই এই সব বিজ্ঞাপন খুলে দেখবেন না বা ডাউনলোড করবেন না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here