ব্যবহারকারীদের আরও অনেক বেশি পরিমাণে সুবিধা দিতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নয়া ফিচার যোগ করল মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। চ্যাট ও কলিংয়ে সুবিধা দিতে নয়া ফিচার চালু করা হয়েছে।
চ্যাটের ক্ষেত্রে কী সুবিধা মিলবে
গ্রুপ চ্যাট ইন্ডিকেটর: ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচার চালু হয়েছে। এর মাধ্যমে একটি গ্রুপ চ্যাটের ওপর দেখাবে কতজন বর্তমানে অনলাইন রয়েছেন ৷
গ্রুপগুলিতে নোটিফিকেশন হাইলাইট: এই নতুন ফিচারের সাহায্যে গ্রুপ নোটিফিকেশনগুলিকে অগ্রাধিকার দিতে সেটি পছন্দ মত সেটিং করতে পারবেন ৷ নতুন সেটিংসে গ্রুপের নামের ওপর ট্যাপ করে ‘নোটিফিকেশন’- যেতে হবে ৷ তারপর ‘নোটিফাই ফর’ বিভাগে থাকা ‘হাইলাইটস’ সিলেক্ট করে @mentions-এ ক্লিক করলেই উত্তর মিলবে।
ইভেন্ট আপডেট: হোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন্ট তৈরি করা ছাড়াও, আপনি কথোপকথনের জন্য আলাদা ইভেন্ট তৈরি করা যাবে ৷ মেসেজিং প্ল্যাটফর্মটিতে RSVP যোগ করতে বা অপর জনকে ইনভাইট করতে, দীর্ঘ ইভেন্টের জন্য শেষ তারিখ এবং সময় যোগ করার জন্য চ্যাটে সেগুলি পিন করতে পারবেন ব্যবহারকারীরা ৷
প্রতিক্রিয়া: গ্রুপে ইতিমধ্যেই কোনও ব্যক্তি কি বলছে, সেই মেসেজে সকলে প্রতিক্রিয়া দ্রুত দেখা যাবে ৷ আপনি যেটি গ্রুপে পাঠাতে চান তাতে ট্যাপ করতে পারেন
আইফোনে ডকুমেন্ট স্ক্যান: অ্যাটাচমেন্ট ট্রে থেকে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন সিলেক্ট করে এবং আইফোনে হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন ।
আইফোনের জন্য ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ: আইফোন ব্যবহারকারীরাও ডিফল্ট মেসেজিং এবং কলিং অ্যাপ হিসেবে WhatsApp ব্যবহার করতে পারবেন ৷ তারজন্য সেটিংস > ডিফল্ট অ্যাপে গিয়ে এবং তারপর WhatsApp নির্বাচন করুন। সর্বশেষ iOS আপডেটের মাধ্যমে এই ফিচারটি সক্রিয় করতে পারবেন ৷
কলের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
ভিডিও কল: হোয়াটসঅ্যাপ এখন তার ভিডিয়ো কলে প্রযুক্তিকে আরও আপডেট করেছে। কোম্পানির রাউটিং সিস্টেম কল ড্রপ এবং ভিডিও ফ্রিজিং কমেছে ৷
জুম ভিডিও কল: ভিডিও কল করার সময় আপনার নিজের বা আপনার সহকর্মীর ভিডিওটি আরও ভালোভাবে দেখার জন্য কেবল পিঞ্চ করে ভিডিও জুম ইন করতে পারবেন।
চ্যাট থেকে কলে যোগ: যদি আপনি সরাসরি চ্যাট থ্রেড থেকে চলমান 1:1 কলে কাউকে যোগ করতে চান, তাহলে ওপরের কল আইকনে আলতো চাপুন এবং ‘কলে যোগ করুন’ অপশন সিলেক্ট করতে পারবেন ।
চ্যানেলের জন্য QR কোড
চ্যানেলে ট্রান্সক্রিপ্ট: চ্যাটের মতোই, একজন ব্যবহারকারী চ্যানেলের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েজ মেসেজের একটি লিখিত সারাংশ পেতে পারেন ট্রান্সক্রিপ্ট ফিচারের মাধ্যমে ।
চ্যানেলের জন্য ভিডিও নোট: হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাডমিনরা এখন তাৎক্ষণিকভাবে ছোট ভিডিয়ো (সর্বোচ্চ ৬০ সেকেন্ড) রেকর্ড করতে এবং তাদের ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
QR কোড: WhatsApp চ্যানেল অ্যাডমিনরা এখন একটি অনন্য QR কোড শেয়ার করতে পারবেন এবং তাঁদের দর্শক সংখ্যা বাড়াতে পারবেন।
পড়ুন: ৭০০-৮০০ টাকার মধ্যে সেরা এয়ারবাডস, বেছে নিন আপনার পছন্দেরটি