মৌ বসু
গোটা বিশ্বে আজ যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আজ গোটা বিশ্বে আনুমানিক ২.৪ বিলিয়ন বা ২৪০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। গ্রাহকদের আরও বেশি করে নিত্যনতুন ফিচারের সুযোগ সুবিধা দিতে ও স্বাচ্ছন্দ্য বাড়াতে মেটা কর্তৃপক্ষ প্রায়শই হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে আসে। ব্যবহারকারীদের সুরক্ষা আর ব্যক্তিগোপনীয়তা বাড়াতে মেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৩৫টি মডেলের স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ অ্যাপ। পরবর্তী আপডেট করলেই আর চলবে না হোয়াটসঅ্যাপ।
কোন কোন স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চলবে না
IOS ও Android platform-এ চলা যে সব স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না সেগুলি হল – স্যামসাং গ্যালাক্সি Ace plus, স্যামসাং গ্যালাক্সি এক্সপ্রেস ২, স্যামসাং গ্যালাক্সি নোট ৩, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এস৪ জুম, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড, স্যামসাং গ্যালাক্সি এস৪ মিনি, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ, মটো এক্স, মটো জি, আইফোন এসই, আইফোন ৫, আইফোন ৬, আইফোন ৬এস, আইফোন ৬ এক্স প্লাস, হুয়াওয়ে অ্যাসেন্ড জি৫২৫, হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ এস, হুয়াওয়ে জিএক্স১এস, হুয়াওয়ে সি১৯৯, হুয়াওয়ে ওয়াই৬২৫, লেনোভো এ৮৫৮টি, লেনোভো ৪৬৬০০, লেনোভো এস৮৯০, লেনোভো পি৭০, সোনি এক্সপেরিয়া ই৩, সোনি এক্সপেরিয়া জেড১, এলজি অপ্টিমাস জি, এলজি অপ্টিমাস ৪এক্সএইচডি ও এলজি অপ্টিমাস এল৭।
হোয়াটসঅ্যাপ যদি পুরোনো ভার্সনের ফোনে কাজ না করে আর আপনার ফোন সেই তালিকায় থাকলে কী করবেন
অ্যান্ড্রয়েড ফোন হলে সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে ক্লিক করুন। সিস্টেম আপডেট করুন। আপডেট ডাউনলোড করে ফোনে ইনস্টল করুন।
আইওএস ফোন হলে ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করে সফটওয়্যার আপডেট করুন।
এ ছাড়াও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে চ্যাট অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপ নিয়ে রাখুন।
আরও পড়ুন
চলন্ত বিমানে অসুস্থ মহিলা যাত্রীর জীবনরক্ষা অ্যাপল স্মার্টওয়াচে