whatsapp

ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপের আরও এক নতুন ফিচার। এতে করে কিন্তু সকলের সামনে অস্বস্তিতে পড়তে পারেন। ভাবছেন কী ভাবে। ভিডিও ডিসপ্লের মাধ্যমে। এখন কেউ ভিডিও পাঠালে তা প্রেরকের নাম আর ভিডিও-র একটা স্ন্যাপ শট এক সঙ্গে নোটিফিকেশনে দেখা যায়। কিন্তু নতুন ফিচারে নোটিফিকেশনেই ভিডিও-র প্রিভিউ দেখা যাবে।

প্রথমে একটি নির্দিষ্ট ভার্সানে এই ফিচার পাওয়া গেলেও পরের দিকে অ্যাপ স্টোর ব্যবহারকারী সকলেই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : ৫৯ মিনিটে মোদীর ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি আসলে ‘গিমিক’, দাবি অমিত মিত্রের

এই ফিচারে শুধু নোটিফিকেশনেই নয়, লক স্ক্রিনেও দেখা যাবে একটি ছোটো ভিডিও ক্লিপ। আর সেটি যদি সবাইকে দেখাতে না চান তাহলে ভাবুন কতটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে।

এর আগেও এমন একটি ফিচার ছিল এই অ্যাপে। জিআইএফ বা ছবি এমন ভাবেই ডিসপ্লে হয়ে যেত। তার জন্য এখন একটি ফিচার আছে। এই ফিচারে নোটিফিকেশন সেটিংস থেকেই ডিসপ্লে বন্ধ করা যায়। ব্যবহারকারীকে সেটিংস থেকে তাদের পছন্দ বা প্রেফারেন্স বদল করতে হয়। তা হলেই নিশ্চিন্ত। এই ভাবে ‘অটো ডাউনলোড মিডিয়া ফাইল’ এই অপশনও নিষ্ক্রিয় করা যায় সেটিংস থেকেই। অগত্যা সেই কায়দা কাজ করে কিনা নতুন ফিচারে সেটাই দেখার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here