ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া হিসাবে হোয়াটসঅ্যাপের ব্যবহার অন্যান্য মাধ্যমের থেকে বেশ সহজ। এই অ্যাপের বহর ছোটো হলেও কাজের দিক থেকে বেশ বিস্তৃত। ফলে শুধু মাত্র বিনোদন নয়, কাজে লাগার মতো এই মাধ্যমটিকে সুরক্ষিত রাখতে রয়েছে বেশ কিছু নিয়মকানুনও। যা লঙ্ঘন করলে শাস্তিস্বরূপ মিলতে পারে কারাবাস। এক নজরে জেনে নেওয়া যাক সেগুলি-
১. হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন গ্রুপের অন্যান্য সদস্যদের প্রতি অমনোযোগী বা দায়িত্বহীন হলে।
২. শরীরের অঙ্গ বিক্রি বা যৌনবৃত্তির মাধ্যম হিসাবে ব্যবহার করা হলে।
৩. কোনো বিখ্যাত ব্যক্তির ছবি বিকৃত করলে।
৪. হোয়াটসঅ্যাপে মহিলাদের হেনস্থা করলে।
৫. অন্য কারও নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললে।
৬. ধর্মীয় বা স্থানগত কোনো ঘৃণ্য বার্তা ছড়ালে।
৭. কোনো সংবেদনশীল বিষয়ে গুজব বা ভুয়ো খবর প্রচার করলে।
৮. কোনো নিষিদ্ধ পণ্য বা মাদক বিক্রির মাধ্যম হিসাবে ব্যবহার করলে।
৯. বেআইনি ভাবে গৃহীত কোনো ভিডিও ক্লিপ ছড়ালে।
১০. যে কোনো রকমের পর্ন বিষয়বস্তু পাঠালে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।