Homeপ্রযুক্তিখাবারের অপচয় রুখতে বিশেষ উদ্যোগ নিল জোম্যাটো

খাবারের অপচয় রুখতে বিশেষ উদ্যোগ নিল জোম্যাটো

প্রকাশিত

প্রতি দিন কিছু মানুষের অবিমৃষ্যকারিতার জন্য প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়। ফুড ডেলিভারি অ্যাপে প্রথমে খাবার অর্ডার দিয়েও অনেকে খাবারের সেই অর্ডার ক্যানসেল বা বাতিল করেন। অপচয় হয় সে সব খাবার। এই পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো।

এ বার এক জনের বাতিল করা খাবার আরেক জনের কাছে পৌঁছে দেবে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। অ্যাপটি একটি নতুন ফিচার নিয়ে আসল, যার নাম দেওয়া হয়েছে ‘ফুড রেসকিউ’ ফিচার। এতে কেউ যদি তাঁর খাবারের অর্ডার বাতিল করেন, তবে সেই অর্ডার করা খাবার খুব কম খরচে পাবেন অন্য কেউ।

সংস্থাটি তার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছে। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে নতুন এই ফিচারের কথা ঘোষণা করে লেখেন, “এ বার থেকে জোম্যাটোতে একটি নতুন সুবিধা পাওয়া যাবে। আমরা ‘ফুড রেসকিউ’ নামে একটি নতুন ফিচার নিয়ে এসেছি। এই ফিচারটির সুবিধা হল, কোনও গ্রাহকের বাতিল করে দেওয়া অর্ডারগুলি অন্য আরও একজন গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি খাবারটি বাতিল করেছেন, তাঁর কাছাকাছি থাকা অন্য কেউ এই সুবিধা পাবেন।”

এখানেই শেষ নয়। পোস্টে বলা রয়েছে, ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এলাকায় থাকা কোনও ব্যক্তি যেই খাবারটি ক্যানসেল করবেন, অপর ব্যক্তির কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। এতে খুব সহজে কম দামে, মাত্র কয়েক মিনিটের মধ্যে প্যাক করা খাবার পেয়ে যাবেন গ্রাহকরা। যদি কোনও গ্রাহকের কাছাকাছি কোনও অর্ডার ক্যানসেল হয়, তা হলে নিজে থেকেই জোম্যাটোর হোম পেজে ‘ফুড রেসকিউ’ অপশনটি দেখা যাবে। এমনটাই জানাচ্ছেন সংস্থার সিইও।

পোস্টে বলা হয়েছে, যাতে খাবার নষ্ট না হয়ে যায়, তাই কয়েক মিনিটের মধ্যেই সেই নোটিফিকেশন পাঠানো হবে। অর্থাৎ অর্ডার করার জন্য হাতে মাত্র কয়েক মিনিটই সময় থাকবে। এর জন্য সংস্থাটি গ্রাহকদের কাছ থেকে প্রয়োজনীয় কর ছাড়া আর কোনও রকম টাকা নেবে না। অর্থাৎ নতুন গ্রাহক অনলাইন পেমেন্ট করলেই রেস্তোরাঁকে জানানো হবে।

জোম্যাটোর হিসাবে প্রতি মাসে ৪ লাখ খাবার বাতিল হয়। সুইগি অ্যাপে প্রতি মাসে ৩.৮ লাখ খাবার বাতিল হয়। প্রায় ৭ লাখ কেজি খাবার প্রতি বছরে অপচয় হয়। এতে অনায়াসে ৩ হাজার মানুষের পেট ভরে যাবে।

সাম্প্রতিকতম

লস অ্যাঞ্জেলস দাবানল: তহবিল সংগ্রহে স্টিং, বিলি আইলিশ, লেডি গাগা ও রেড হট চিলি পিপারসের কনসার্ট

লস অ্যাঞ্জেলসের দাবানলে ক্ষতিগ্রস্তদের ত্রাণের জন্য আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন স্টিং, বিলি আইলিশ, লেডি...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

শনিবার (১৮ জানুয়ারি) মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন...

আরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সাজা সোমবার

আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সিবিআই-এর চার্জশিটের ভিত্তিতে রায়। শাস্তি ঘোষণা সোমবার।

সাজ্জাক গুলি চালায়, তাই পাল্টা গুলি, ‘এনকাউন্টার’ কেন, ব্যাখ্যা দিলেন এডিজি

উত্তর দিনাজপুর সীমান্তে পুলিশের এনকাউন্টারে নিহত সাজ্জাক আলম। পুলিশের গুলিতে মৃত্যু, তিনটি গুলি লেগেছিল বলে জানানো হয়েছে। তদন্তে নতুন তথ্য প্রকাশ।

আরও পড়ুন

ইনকামিং কলে এ বার দেখা যাবে কলারের আসল নাম, নতুন নিয়ম কেন্দ্রের

এয়ারটেল, বিএসএনএল, জিও, এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলোকে কলার আইডি নেম প্রেজেন্টেশেন (CNAP)...

হোয়াটসঅ্যাপ-এর নতুন চমক: সেলফি থেকে স্টিকার তৈরি এবং দ্রুত রিঅ্যাকশন!

সারা বিশ্বে সাড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। যে কারণে এখন বিশ্বের...

চালু হল আধার মিত্র চ্যাটবট, আধার কার্ড সংক্রান্ত সব সমস্যার সমাধান মিলবে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এ বার নতুন এআই চ্যাটবট আনল। একাধিক ক্ষেত্রে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে