Homeভ্রমণভ্রমণের খবরসান্দাকফু ট্রেক নিরাপদ করতে উদ্যোগ প্রশাসনের, মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তুতি

সান্দাকফু ট্রেক নিরাপদ করতে উদ্যোগ প্রশাসনের, মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তুতি

প্রকাশিত

দার্জিলিং: সান্দাকফু ট্রেককে ঘিরে নিরাপত্তা বাড়াতে বড় পদক্ষেপ নিতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। সান্দাকফু ঘুরতে গেলে এবার থেকে বাধ্যতামূলক হতে পারে মেডিক্যাল সার্টিফিকেট। সরকারি সূত্রের খবর, রাজ্যের অনুমোদনের পরে জেলা প্রশাসন এবং জিটিএ (Gorkhaland Territorial Administration) যৌথ ভাবে একটি নির্দেশিকা প্রস্তুত করেছে। খুব শীঘ্রই দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা ঘোষণা করবেন।

সম্প্রতি সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত সপ্তাহেই ভবানীপুরের এক বৃদ্ধ সেখানে শ্বাসকষ্টে মারা যান। চলতি বছর উত্তর দিনাজপুরের এক যুবকেরও একই কারণে মৃত্যু হয়। ২০২২ সালে এক ইজরায়েলি পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেক করে রাতে ঘুমের মধ্যেই মারা যান।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই ধরনের দুর্ঘটনা রুখতে ট্রেকারদের জন্য মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। ট্রেকিং পারমিট পেতে হলে পর্যটকদের সঠিক স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট জমা দিতে হবে। যদি কোনও পর্যটকের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দেয়, তাহলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করিয়ে নেওয়া বাধ্যতামূলক হতে পারে।

সান্দাকফু ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই উচ্চতায় যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যটকদের ধীরে ধীরে শরীরকে মানিয়ে নেওয়া (acclimatization) প্রয়োজন। লাদাখে যেমন নিয়ম মেনে ধাপে ধাপে যাওয়া বাধ্যতামূলক, তেমনই সান্দাকফুতেও এই নিয়ম চালু করার প্রয়োজন ছিল।

পর্যটন সংস্থাগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সম্পাদক সম্রাট সান্যাল সংবাদমাধ্যমকে বলেন, “অ্যাডভেঞ্চার পর্যটনে কড়া নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। সান্দাকফু অঞ্চলে দ্রুত এই নিয়ম কার্যকর হওয়া প্রয়োজন।”

স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়েও জোর দিচ্ছে প্রশাসন। মানেভঞ্জনের কাছাকাছি কোনও স্বাস্থ্যকেন্দ্র নেই। সবথেকে কাছের স্বাস্থ্যকেন্দ্র সুখিয়াপোখরিতে, যা প্রায় ৭ কিলোমিটার দূরে। তাই সান্দাকফুতে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত পরিকাঠামো উন্নত করার প্রয়োজন রয়েছে।

নতুন নিয়মের মাধ্যমে সান্দাকফু ট্রেক আরও নিরাপদ হবে বলে আশা করছে দার্জিলিং প্রশাসন।

আরও খবর পড়ুন

সাম্প্রতিকতম

মানবভ্রূণের মস্তিষ্কের প্রথম থ্রি ডি ডিজিটাল ইমেজ, চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখাল আইআইটি মাদ্রাজ      

অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা। মায়ের গর্ভে মানবভ্রূণের মস্তিষ্ককে কেমন দেখতে হয়?...

আইএসএল ২০২৪-২৫: পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে দু’টি গোল, কেরলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মোহনবাগান   

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ২ (খেসুস...

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং...

স্ট্রিট ফুডে ভারতের সেরা ১০ শহরের তালিকায় রয়েছে কোন কোন শহর

স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় খাবারের স্বাদ, অনেক ইতিহাস জড়িয়ে থাকে স্ট্রিট ফুডের সঙ্গে।...

আরও পড়ুন

হলদিতে নদীর তীরে ‘কটেজ অন হুইলস’ ট্যুরিজমের পরিকল্পনা, আকর্ষণীয় পর্যটন উদ্যোগ হলদিয়া পুরসভার

হলদিয়া পুরসভা নদীর তীরে পরিবেশ বান্ধব ‘কটেজ অন হুইলস’ এবং মোবাইল অডিটোরিয়ামের মাধ্যমে পর্যটনের বিকাশে উদ্যোগ নিয়েছে। ট্যুরিস্টদের জন্য নতুন আকর্ষণ।

ইলাহাবাদ আসন্ন পূর্ণকুম্ভমেলা পরিবেশবান্ধব করতে বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ প্রশাসনের

ভারতের ৪টি স্থানে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভমেলা অনুষ্ঠিত হয় – ইলাহাবাদ তথা প্রয়াগ, হরিদ্বার,...

মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগার রিকার ভুল কামড়ে তিন শাবকের মর্মান্তিক মৃত্যু। মা বাঘের অনভিজ্ঞতার ফলেই ঘটল এই বিপর্যয়।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে