Homeভ্রমণভ্রমণের খবরমায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

প্রকাশিত

শিলিগুড়ি: মায়ের অনভিজ্ঞতার কারণে মর্মান্তিক পরিণতি হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের। গত সপ্তাহে জন্ম নেওয়া শাবকগুলির ঘাড়ে মা রিকার অসাবধানতাবশত দাঁতের কামড়েই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

কী ঘটেছিল?

বেঙ্গল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম, দ্বিতীয়বার তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সন্তান প্রসবের পর মা ও শাবকদের নাইট শেল্টারে রাখা হয়। কিন্তু দু’দিন পর শাবকদের অন্যত্র সরাতে গিয়ে রিকা ভুল করে শাবকদের ঘাড়ে কামড় বসায়। এর ফলে দু’টি শাবকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তৃতীয়টি বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন পার্কের কর্মকর্তারা।

কর্তৃপক্ষের বক্তব্য

সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, ‘‘রিকার অনভিজ্ঞতার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’’ রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানান, ‘‘রিকার শারীরিক সমস্যার পাশাপাশি অভিজ্ঞতার অভাব রয়েছে। শিলার মতো দক্ষ নয় রিকা। শাবক সরানোর সময় তাদের চামড়া ফেটে যায় এবং ফুসফুস ও শ্বাসনালীর গুরুতর ক্ষতি হয়।’’

প্রশ্নের মুখে পার্ক কর্তৃপক্ষ

এই প্রথমবার নয়, এর আগেও বেঙ্গল সাফারি পার্কে মা বাঘের অসাবধানতার কারণে শাবকদের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার ভুলের কারণেও দুই শাবকের মৃত্যু হয়। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যুর পর তিন শাবকের এই মৃত্যুকাণ্ড পার্কের নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

পরবর্তী পদক্ষেপ

পার্ক কর্তৃপক্ষ রিকার স্বাস্থ্যের উন্নতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বাঘেদের সুরক্ষার বিষয়টি নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

সোনমার্গে বছরভর যোগাযোগ, ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেল। সোনমার্গে বারোমাসি যোগাযোগ স্থাপনের পাশাপাশি এই টানেল প্রতিরক্ষা ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সান্দাকফুতে বছরের প্রথম তুষারপাত, পর্যটকদের ভিড়ের আশা

সান্দাকফুতে ২ ইঞ্চি তুষারপাত। পর্যটকদের আকর্ষণে আশাবাদী স্থানীয়রা। সিঙ্গালিলা রিজে প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হচ্ছেন পর্যটকরা।

চলুন প্রয়াগরাজের মহাকুম্ভমেলায়, থাকুন পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত তাঁবুতে   

চলতি মাসেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা ইলাহাবাদে বসতে চলেছে মহাকুম্ভ মেলার মতো রাজসূয় যজ্ঞের আসর।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে