পুরী: পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার জাল বিস্তার করছে সাইবার অপরাধীরা। ইতিমধ্যেই একাধিক পুণ্যার্থী এই প্রতারণার ফাঁদে পড়ে অর্থসঙ্কটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মন্দির পরিচালন সমিতির নজরে আসে এই প্রতারণার ঘটনা। এরপরই ওড়িশা পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী সংবাদমাধ্যম ‘টাইম্স অফ ইন্ডিয়া’-কে জানিয়েছেন, “অনেক পুণ্যার্থী মন্দিরের অতিথি নিবাসে থাকার জন্য অনলাইনে খোঁজ করছিলেন। কিছু ভুয়ো ওয়েবসাইট এই সুযোগ নিয়ে প্রতারণা করছে। ইতিমধ্যে অনেকে টাকা খুইয়েছেন। বিষয়টি আমরা পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগকে জানিয়েছি।”
সূত্রের খবর, ওই ভুয়ো ওয়েবসাইটগুলি আসল অতিথি নিবাস বুকিংয়ের ওয়েবসাইটের মতোই দেখতে, ফলে সাধারণ মানুষ সহজেই প্রতারণার শিকার হচ্ছেন। ওড়িশা পুলিশের সাইবার বিভাগের এক কর্তা জানান, অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “অন্য কোনও ওয়েবসাইটে গিয়ে ঘর বুকিং করার আগে তার সত্যতা যাচাই করুন।”
প্রসঙ্গত, পুরীতে আগে থেকেই বিভিন্ন হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠেছিল। এবার সেই প্রতারণার ফাঁদ জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসেও ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফে পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কোনও ওয়েবসাইট দেখলে দ্রুত অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।