Homeভ্রমণভ্রমণের খবরচলুন ঘুরে আসি দেশের ‘সেরা পর্যটন গ্রামে’ যেখানে নেই পাকাবাড়ি, পোড়ে না...

চলুন ঘুরে আসি দেশের ‘সেরা পর্যটন গ্রামে’ যেখানে নেই পাকাবাড়ি, পোড়ে না কাঠ-কেরোসিন

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজস্থানের বেওয়ার জেলায় দেবমালি গ্রামকে ভারতের ‘সেরা পর্যটন গ্রাম’ বলে সম্মান ও স্বীকৃতি দিয়েছে। আগামী ২৭ নভেম্বর এই গ্রামের প্রশাসনের হাতে কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। ভারতের গ্রামগুলিতে পর্যটনকে তুলে ধরার জন্য কেন্দ্রীয় সরকার এই দিবস উপলক্ষ্যে ২০২৩ সাল থেকে ‘সেরা পর্যটন গ্রাম’-এর সম্মান দেওয়া শুরু করে। ৮টি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়। বিভাগগুলি হল, অ্যাডভেঞ্চার পর্যটন, কৃষি পর্যটন, সম্প্রদায়ভিত্তিক পর্যটন, হস্তশিল্প, ঐতিহ্য, দায়িত্বশীল পর্যটন, আধ্যাত্মিক ও সুস্থতা পর্যটন এবং প্রাণবন্ত পর্যটন।

২০২৪-এ এই সম্মাননা পাওয়ার জন্য দেশের ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৯৯১টি আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্যে ৮টি বিভাগে ৩৬টি গ্রামকে ‘সেরা পর্যটন গ্রাম’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রদায়ভিত্তিক পর্যটন বিভাগে পুরস্কৃত হয়েছে ৫টি গ্রাম। তাদের মধ্যে অন্যতম হল রাজস্থানে আরাবল্লি পর্বতমালার কোলে দেওমালি গ্রাম। বাকি ৪টি গ্রাম হল ছত্তীশগঢ়ের চিত্রকোট, লক্ষদ্বীপের মিনিকয় দ্বীপ, মিজোরামের সিয়ালসুক, এবং ত্রিপুরার আলপনা গ্রাম।     

devnarayan mandir devmali 29.09

রাজস্থানের অজমের শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে দেশের ‘সেরা পর্যটন গ্রাম’ দেবমালিতে গেলে একটাও পাকাবাড়ি দেখা যায় না। মাটির কাঁচাবাড়ি সুন্দর করে সাজানোগোছানো। কোনো বাড়িতে তালা লাগানো হয় না। কারণ বহু বছর ধরে এই গ্রামে চুরি, ডাকাতি হয় না। গ্রামের কেউ আমিষ খাবার খান না। মদ্যপান করেন না। এই গ্রামে পোড়ে না কাঠ, জ্বালানি হিসাবে কেরোসিন ব্যবহার করা হয় না।

আরাবল্লী পর্বতমালার কোলে ৩ হাজার বিঘা জমির ওপর সাজানোগোছানো গ্রাম দেওমালি। পরিষ্কারপরিচ্ছন্নতার জন্য এই গ্রামের খ্যাতি। গ্রামের প্রধান আকর্ষণ পাহাড়ের ওপরে ভগবান দেবনারায়ণের মন্দির। প্রতি বছর লাখ লাখ মানুষ এই মন্দির দর্শন করেন। কথিত আছে, এক সময় গ্রামে ভগবান দেবনারায়ণ এসে আশ্রয় চান। গ্রামবাসীরা তাঁর আশ্রয়ের জায়গা দিয়ে মন্দির গড়ে দেন এবং নিজেদের জন্য পাকা বাড়ি না গড়ার সিদ্ধান্ত নেন। সরকারি ভবন আর দেবনারায়ণ মন্দির ছাড়া গ্রামে কোনো পাকাবাড়ি নেই।

আরও পড়ুন

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

পূজো আর শীতে পশ্চিমে নয়, ভ্রমণের গন্তব্য হোক পূর্বের দেশগুলি! নিরাপত্তার খাতিরে পরামর্শ ট্র্যাভেল এজেন্টদের

মিসাইল হামলা, এয়ারস্পেস বন্ধ এবং যুদ্ধের আতঙ্কে ইউরোপ-মার্কিন সফরে অনীহা, ট্যুর অপারেটরদের পরামর্শ—পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই হোক পূজো আর শীতের ভ্রমণ।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।