Homeভ্রমণভ্রমণের খবরজগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে...

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের ভিড় যেমন বেড়েছে, তেমনই বেড়েছে হোটেল ভাড়া, টোটো-অটোচালকদের অতিরিক্ত দাবি। রাতারাতি ভাড়া কয়েকগুণ বাড়িয়ে পর্যটকদের জাঁকিয়ে ধরার অভিযোগে সরগরম পর্যটন নগরী। এর জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নির্দেশ দিয়েছেন হোটেল ভাড়ার তালিকা প্রতিটি হোটেলে ডিসপ্লে বোর্ডে ঝোলানো বাধ্যতামূলক করতে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তা না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সক্রিয় প্রশাসন

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানান, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের কড়া মনোভাব স্পষ্ট করেছেন। সিদ্ধান্ত হয়েছে, দ্রুত চালু করা হবে একটি ফোন নম্বর, যাতে পর্যটকরা অভিযোগ জানাতে পারেন।

এক ধাক্কায় বাড়তি ভাড়া, ক্ষোভ পর্যটকদের

ডিএসডিএ অফিস লাগোয়া একটি হোটেলের কর্ণধার সুভাষ শীট স্বীকার করেছেন, “আগে এসি রুম ১৩০০-১৪০০ টাকা ছিল, এখন সেই রুমই ১৭০০-১৮০০ টাকা হচ্ছে। রথযাত্রার সময় আরও চড়া দাম হাঁকছি, তবু পর্যটক আসছেন।”

অন্যদিকে, নিউ দীঘা-ওল্ড দীঘা টোটো ভাড়া ২০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়ে গিয়েছে বলে অভিযোগ। অনেক পর্যটক বলছেন, দীঘায় ঘুরতে এসে জোগাড় করে বাড়তি ভাড়া দিতে হচ্ছে, অথচ পরিষেবা সেভাবে উন্নত হয়নি।

হোটেল বুকিং করেও রুম না পাওয়ার অভিযোগ

অগ্রিম বুকিং করেও অনেক পর্যটক রুম পাচ্ছেন না। বেশি ভাড়ায় রুম অন্য পর্যটকের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন বহু ভুক্তভোগী। ফলে দীঘার পর্যটন ভাবমূর্তিতে ধাক্কা লাগছে।

 হোটেল অ্যাসোসিয়েশনের আশ্বাস

দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, ২২ জুনের মধ্যে প্রতিটি হোটেলকে ভাড়ার তালিকা ডিসপ্লে করতে হবে। সংগঠনের অফিসে সেই তালিকা জমা দিতেও হবে। কেউ আইনভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে অ্যাসোসিয়েশন।

 দীঘায় হোটেল ও পরিবহণে অতিরিক্ত ভাড়ার জেরে পর্যটকদের ভোগান্তি রুখতেই রাজ্য সরকার এবার কড়া অবস্থান নিচ্ছে। হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, নিয়ম না মানলে আইনি পদক্ষেপ হবে। একই সঙ্গে প্রশাসনের তরফে পর্যটকদের সহায়তার জন্য হেল্পলাইন চালুর পরিকল্পনাও চলেছে।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পূজো আর শীতে পশ্চিমে নয়, ভ্রমণের গন্তব্য হোক পূর্বের দেশগুলি! নিরাপত্তার খাতিরে পরামর্শ ট্র্যাভেল এজেন্টদের

মিসাইল হামলা, এয়ারস্পেস বন্ধ এবং যুদ্ধের আতঙ্কে ইউরোপ-মার্কিন সফরে অনীহা, ট্যুর অপারেটরদের পরামর্শ—পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই হোক পূজো আর শীতের ভ্রমণ।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

সোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে কড়া প্রস্তুতি বনদপ্তরের

প্রজননের সময় যাতে বন্যপ্রাণীদের বিরক্ত না করা হয়, সেই কারণে সোমবার থেকে তিনমাসের জন্য...