কলকাতা: যাঁরা দিঘা থেকে পুরি যেতে চান তাঁদের জন্য সুখবর। এবার দিঘা থেকে পুরীর মধ্যে এক্সপ্রেস ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি প্রতি শনিবার রাত ৯টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। শনিবার থেকে চলাচল শুরু হবে ট্রেনটির। দিঘা থেকে আপ ট্রেনটি রবিবার বিকাল ৫টা ২৫ মিনিটে ছাড়বে।
এ ছাড়া পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টা ৪৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। হাওড়া থেকে প্রতিদিন দুপুর ২টো ১৫ মিনিটে ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ২ অক্টোবর থেকে ট্রেনটি চালু হবে।
ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খবর পড়তে যান https://www.khaboronline.com/category/travel/travel-news/
পড়ুন ভ্রমণের অনলাইন ম্যাগাজিন https://www.bhramononline.com/
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।