আগুনে পুড়ে যাওয়া ঐতিহ্যবাহী হলং বাংলো পুনর্নির্মাণে এগিয়ে এল রাজ্য বন দফতর। চারটি নকশা প্রস্তুত করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। মুখ্যমন্ত্রীর সম্মতি পেলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
গত ১৮ জুন, জলদাপাড়ার কোর এরিয়ায় অবস্থিত ঐতিহাসিক হলং বাংলোটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই বাংলোর সঙ্গে বহু পর্যটকের স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই এটি পুনর্নির্মাণের দাবিতে সরব হন প্রকৃতি প্রেমীরা। তাঁদের আবেদন ছিল, পরিবেশের ভারসাম্য বজায় রেখেই যেন বাংলোটি পুনর্নির্মাণ করা হয় এবং তা যেন পূর্বের আদলেই তৈরি হয়।
বন দফতর সেই দাবিকে গুরুত্ব দিয়ে চারটি নকশা প্রস্তুত করেছে। রাজ্যের বনমন্ত্রী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই পুনর্নির্মাণের কাজ শুরু হবে। যেহেতু এটি কোর এরিয়ায় অবস্থিত, তাই পরিবেশের দিকেও বিশেষ নজর রাখা হবে।”
হলং বাংলোর পুনর্নির্মাণ শুধু পর্যটকদের আকর্ষণই বাড়াবে না, বরং জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যও পুনরুদ্ধার করবে বলে আশা করছে বন দফতর।